1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাচীন প্রত্নতাত্ত্বিক নির্দশন উদ্ধারের ডাক দিল মিশর

৯ এপ্রিল ২০১০

লুট হয়ে যাওয়া প্রাচীন প্রত্নতাত্ত্বিক নির্দশন উদ্ধার করতে সকলকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে মিশর৷

https://p.dw.com/p/Mpur
মিশরের একটি প্রত্নতাত্ত্বিক নির্দশনছবি: AP

মিশরের প্রধান প্রত্নতত্ত্ববিদ জাহি হাওয়াস দেশের বাইরের থেকে পুনরুদ্ধারকৃত প্রাচীন হাতিয়ারের ওপর আয়োজিত এক আর্ন্তজাতিক সম্মেলনে এই ডাক দেন৷ হাওয়াস বলেন, ‘‘আমাদের পরস্পরকে সহায়তা করা উচিৎ, আর এরজন্যই আমাদের দেশগুলোর একাত্রীকরণ প্রয়োজন''৷ কায়রোয় অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দেন ২১টি দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তা, উপ- সংস্কৃতি মন্ত্রী এবং জাদুঘরের মহাপরিচালক৷

হাওয়াস বলেন, ‘‘প্রতিটি দেশই লড়ছে, প্রতিটি দেশই ভুগছে আর বিশেষ করে ভুগছে মিশর''৷ তিনি বলেন, আমাদের একসাথে লড়তে হবে, হয়ত আমরা জীবিতকালে পূর্ণ সাফল্য পাব না, কিন্তু আমাদের যেতে যেতেই হবে৷

মিশরীয় সুপ্রিম কাউন্সিল অব এন্টিকুইটিস (এসসিএ) এর প্রধান হাওয়াস সম্মেলনে আসা প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন হারানো আর লুট হয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তালিকা তৈরি করতে৷ যেগুলো বিদেশি সব জাদুঘরগুলোতে প্রদর্শিত হচ্ছে৷

গ্রিস সাংস্কৃতিক হেরিটেজের প্রধান এলিনা করকা বলেন, দেশগুলোর একসাথে কাজ করার জন্য এই সম্মেলন ছিল খুবই গুরুত্বপূর্ণ৷ ৩০ বছর ধরে এথেন্স লন্ডনের সাথে লড়ছে ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শিত তাদের এলগিন মার্বেলের জন্য৷ আর মিশর লড়ছে ব্রিটেনে থাকা রোসেটা স্টোন এবং জার্মানিতে থাকা নেফারতিতির আবক্ষমুর্তির জন্য৷

১৯৭০ সালে জাতিসংঘের ইউনেস্কোর ঘোষণা করে রপ্তানি করে আনা বা চুরি করে আনা কোন প্রত্নত্ত্বাতিক নিদর্শন ব্যক্তিগতভাবে রাখা যাবে না৷ ঐ ঘোষণানুযায়ী, ১৯৭০ সালের পর যে সব প্রত্নতাত্ত্বিক নির্দশন পাচার হয়েছে তা ফিরিয়ে আনাও এই সম্মেলনের মূল লক্ষ্য৷

চলতি বছরের মার্চ মাসে ব্রিটেন মিশরের পচিঁশ হাজার প্রত্নতাত্ত্বিক নির্দশন ফেরত দিয়েছে৷ এর মধ্য রয়েছে দুই লক্ষ বছর আগের এক্স পাথর এবং সপ্তম শতাব্দের কিছু মৃৎশিল্প৷ তবে, হাওয়াস ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শিত দু'শো বছর আগের রোসেটা স্টোন এবং জার্মানির বার্লিনে নয়েস জাদুঘরে রাখা তিন হাজার চারশ বছর আগের নেফারতিতির আবক্ষমুর্তি ফেরত পাবার আশা করছেন৷ ২০০২ সালে প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান হওয়ার পর থেকে হাওয়াস মিশরের ৩১,০০০ টি নিদর্শন বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে এনেছেন৷

সম্মেলনে ৩০টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও ২১টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন৷ দেশগুলো হচ্ছে- অস্ট্রিয়া, বলিভিয়া, চিলি, চীন, সাইপ্রাস, ইকুয়েডর, গ্রিস, গুয়েতেমালা, হন্ডুরাস, ভারত, ইটালি, লুবিয়া, মেক্সিকো, নাইজিরিয়া, পেরু, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্পেন, শ্রীলংঙ্কা, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়