প্রধান পুরস্কার আইপড | পাঠক ভাবনা | DW | 18.06.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

প্রধান পুরস্কার আইপড

ডয়চে ভেলে তার প্রাত্যহিক অনুষ্ঠান বিন্যাসে নানা বিষয়বস্তুর সন্নিবেশ ঘটিয়ে যে ফিচার পর্বগুলো শ্রোতাদের উপহার দিচ্ছে তা এককথায় অনবদ্য৷ বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা থাকলে সেই ফিচার ....

পর্বগুলোর পুনঃপ্রচার শ্রোতারা অবশ্যই সাগ্রহে গ্রহণ করবে বলেই আমি মনে করি৷ রাজশাহী বেতার থেকে ডয়চে ভেলের এফএম তরঙ্গের অনুষ্ঠান আমি জিয়াগঞ্জ থেকে অসম্ভব স্পষ্ট শুনতে পাচ্ছি যা আমার ধারণার অতীত৷ তপন কুমার ব্যানার্জী, বেগমগঞ্জ, নতুন পাড়া, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

ডয়চে ভেলে থেকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বিশ্বসংবাদ এবং আকর্ষণীয় অনুষ্ঠান এক কথায় অনবদ্য, দারুণ ! মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷

বিদ্যুতের যা অবস্হা তার ওপর আমাদের আবার পল্লী বিদ্যুৎ৷ খেলা দেখার স্বাদ খুব ভালো করে পাচ্ছি৷ বিটিভি আর বিদ্যুৎ যেন সতীর্থ৷ ফিরোজ আহমেদ, খেজুর তলা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ৷

আমার সব আশা পূরণ হলো ডয়চে ভেলেকে পাশে পেয়ে আর ফুটবল নিয়ে তো আছেই৷ মোঃ শহীদুল ইসলাম খোকন, নেত্রকোনা, বাংলাদেশ৷

চারটি গোল করায় জার্মান ফুটবল দলকে অভিনন্দন৷ মোঃ ইসমাইল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী, বাংলাদেশ৷

ধাঁধা প্রতিযোগিতায় প্রধান পুরস্কার আইপড বিজয়ী হওয়ার সৌভাগ্য হয়েছিলো৷ আইপড আপনারা পাঠিয়েছিলেন আর তা ভারতের অসাধু লোভী এক ডাককর্মীর জন্য আমি সেটা পেলাম না৷ খাম খুলে দেখি আইপড নেই৷ পরে পোষ্ট অফিসে গিয়ে বললাম যে আইপডটি নেই৷ তখন তারা বললেন আপনারা তো নাম সই করেই খামটি নিয়েছেন কাজেই এখন কিছু করার নেই৷ ওদের এই আচরণ খুবই খারাপ লাগছে৷ ধীরেন বসাক, ফুলিয়া, নদীয়া, ভারত৷

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এমনই একটি পাতা চেয়েছিলাম ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে, ধন্যবাদ৷ সুশান্ত বৈদ্য, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

এই বিষয়ে অডিও এবং ভিডিও