1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

৬ নভেম্বর ২০১৯

বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত নাইমুল আবরার রাহাতের বাবা৷ বুধবার ঢাকার আদালতে অবহেলায় মৃত্যুর অভিযোগে এই মামলা করেছেন তিনি৷

https://p.dw.com/p/3SZ2L
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ফাইল ছবি)ছবি: GNU/Faizul Latif Chowdhury

গত শুক্রবার রেসিডেনসিয়াল মডেল কলেজে প্রথম আলোর কিশোর সাময়িকী কিশোর আলোর এক আয়োজনে বিদ্যুৎস্পৃষ্ট হন নবম শ্রেণির ছাত্র আবরার রাহাত৷ তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা৷ সেদিন থানায় অপমৃত্যুর মামলার পর ময়নাতদন্ত ছাড়াই রাহাতের বাবা মো. মুজিবুর রহমান ছেলের লাশ নিয়ে যান৷ নোয়াখালীতে গ্রামের বাড়িতে নিয়ে তাকে দাফন করা হয়৷

গত শুক্রবার থানায় একটি অপমৃত্যুর মামলা করেছিলেন মুজিবুর৷ চার দিন পর বুধবার ঢাকার আদালতে গিয়ে অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে আলাদা মামলা করেছেন বলে জানিয়েছে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ প্রতিবেদনে বলা হয়, ‘‘৩০৪ (ক) ধারা বা অবহেলার কারণে মৃত্যু সংঘটনের অভিযোগ এনে মামলা করলেন রাহাতের বাবা; যে ধারায় অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড৷ মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের নাম উল্লেখ করে, সেই সঙ্গে নাম উল্লেখ না করে কিশোর আলোর প্রকাশক ও ওই অনুষ্ঠানের সঙ্গে জড়িত অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি৷’’

অভিযোগে বলা হয়, বিদ্যুতের সঠিক ব্যবস্থাপনা না করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ নেয়া হয়নি নিরাপত্তামূলক ব্যবস্থাও৷ ঘটনার পর রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসের উল্টো পাশের সোহরাওয়ার্দী হাসপাতালে রাহাতকে না নিয়ে উদ্দেশ্যমূলকভাবে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷

বিডিনিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘‘ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম মো. আমিনুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে রাহাতের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন৷ সেই সঙ্গে রাহাতের মৃত্যুর পর যে অপমৃত্যু মামলাটি হয়েছে, তার সঙ্গে নতুন নালিশি মামলাটি এক সঙ্গে তদন্ত করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত৷’’

এদিকে এই ঘটনার তদন্তে রেসিডেনসিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষ একটি কমিটি করেছে৷ কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)