1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে বিচলিত মোদী সরকার

অনিল চট্টোপাধ্যায় নতুন দিল্লি
১ জুন ২০১৭

যেখানে সেখানে মলমূত্র ত্যাগের প্রতিবাদ করতে গিয়ে ভারতের দিল্লিতে প্রাণ হারায় এক ই-রিক্সাচালক৷ এ ঘটনায় মোদী সরকার বিচলিত৷ অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়৷

https://p.dw.com/p/2dxkm
Indien Delhi Toiletten
স্বচ্ছ ভারত মিশন বেশ জোরেশোরে শুরু হলেও তিন বছরেও স্বচ্ছতার বিশেষ হেরফের হয়নিছবি: DW/A. Chatterjee

স্বচ্ছ ভারত অভিযান মোদী সরকারের বিশেষ প্রকল্প৷ শুরু হয় ২০১৪ সালের ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী দিবসে৷ দেশকে নোংরা আবর্জনামুক্ত রেখে জনস্বাস্থ্যের উন্নতি করাই এর প্রধান লক্ষ্য৷ কিন্তু এই অভিযান যে কতটা অসফল হয়েছে তার জ্বলন্ত উদাহরণ গত শনিবার রাজধানী শহরের বুকে নির্মম এক হত্যাকাণ্ড৷ ঘটনায় ক্ষুব্ধ ও বিচলিত মোদী সরকার৷ বিদেশ সফররত প্রধানমন্ত্রী মোদী অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেন দিল্লি পুলিশকে৷ নিহত রবীন্দ্র কুমারের বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুকে পাঠানো হয়৷ ভেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য হিসেবে এক লক্ষ টাকা তুলে দেন নিহতের পরিবারের হাতে৷ মোদী সরকারের স্বচ্ছ ভারত অভিযানের প্রসারে যে দৃষ্টান্ত রেখে যান কুমার, তা অন্যদেরও প্রাণিত করবে, বলেন শহরাঞ্চল বিকাশ মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু৷

সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশের সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পড়ে দিল্লি পুলিশ৷ শুরু হয় আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ৷ পরীক্ষা করা হয় সিসিটিভি ফুটেজ৷ তিন দিনের মধ্যেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দুই ছাত্রকে৷ স্থানীয় এক কলেজের পড়ুয়া ঐ দুজন৷

প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত মিশন বেশ জোরেশোরে শুরু হলেও তিন বছরেও স্বচ্ছতার বিশেষ হেরফের হয়নি৷ টাকা খরচ হয়েছে প্রচুর৷ দিল্লি মহানগরীতে তৈরি করা হয়েছে আড়াই হাজার সুলভ শৌচালয় এবং পাবলিক টয়লেট৷ কিন্তু বেশির ভাগ অব্যবহৃত, পরিত্যক্ত৷ প্রধান কারণ, স্থানীয় লোকজনের মতে, টয়লেটে জল থাকে না, সাফ সাফাই হয়না, নোংরায় কাছে ঘেঁষা যায় না, লোকে তাই বাইরে সুবিধামতো জায়গায় মলমূত্র ত্যাগ করতে বাধ্য হয়৷ 

Indien Delhi Toiletten
দিল্লির একটি পাবলিক টয়লেটছবি: DW/A. Chatterjee

পাবলিক টয়লেটের রক্ষণাবেক্ষণ হয়না কেন ঠিকমতো? এর জন্য পুরকর্মীদের জবাবদিহিতার বালাই নেই৷ তবে গোড়ায় গলদ৷ ১২৫ কোটি জনসংখ্যার দেশে বেশিরভাগ অশিক্ষিত বা অল্প শিক্ষিত৷ তাঁদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো নাগরিক বোধ না জাগালে বা সচেতনতা না বাড়ালে ভস্মে ঘি ঢালাই হবে৷ এখনও রাস্তাঘাটে, বাসস্ট্যান্ডে, পাবলিক প্লেসে পানের পিক, থুথু, কফ পড়ে থাকতে দেখা যায়৷ বলার কেউ নেই৷ বলতে গেলে কথা কাটাকাটিই সার হবে৷ আইন করে জরিমানা করার কথা অবশ্য ভাবছে সরকার৷ শিগগিরই ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রেখে আইন আসছে৷ কিন্তু তাতেই কি সমস্যার সমাধান হবে? একেবারেই যে হয়নি, তা নয়৷ বিশেষ করে গ্রামাঞ্চলের অল্প বয়সি মেয়েদের মধ্যে ধীরে ধীরে সচেতনতা বাড়ছে৷ আ্গে রাতবিরেতে বাইরে ঝোপঝাড়ে বসতে গিয়ে অনেক বেশি মেয়ে বিপদের শিকার হতো৷ এমন কি ধর্ষিতাও হয়েছে অনেকে৷ অনেক ঘটনা সংবাদ মাধ্যমে উঠে এসেছে৷ তাই, যে বাড়িতে পাকা টয়লেট নেই সেই বাড়িতে মেয়েরা এখন আর বিয়ে করতে চায় না৷ 

পাশাপাশি অন্য একটা নিবারণমূলক অভিনব উপায়ও অবলম্বন করা হচ্ছে৷ রাস্তাঘাট বা ফুটপাতের পাশের খালি দেওয়াল দেখলেই যেখানে পুরুষদের মূত্রত্যাগের প্রবল ইচ্ছা জাগে, সেইসব খালি দেওয়াল রং করে আঁকা হয়েছে হিন্দু দেবদেবীর ছবি, মুসলিমদের মসজিদের ছবি এবং খ্রিস্টানদের গীর্জা ও ক্রুশবিদ্ধ যিশুর ছবি৷ সরাসরি ধর্মবোধই ঐ প্রাকৃতিক কাজ থেকে বিরত রাখতে পারবে বলে মনে করা হচ্ছে৷ কোনো কোনো জায়গায় আবার আঁ-তে ঘা দিয়ে কুত্সিত ভাষায় দেওয়াল লিপি কিংবা গ্রাফিতিতে লেখা, যেমন ‘‘এইখানে শুধু গাধা আর কুকুরের বাচ্চারাই পেচ্ছাব করে৷’’

ভারতে টয়লেটের অভাব, তাই...

দিল্লির জিটিবি নগরের মেট্রো স্টেশনে সামনের রাস্তার ধারে জনা দুয়েক ছাত্রকে প্রস্রাব করতে দেখে প্রতিবাদ করতে কয়েক হাত দুরের এক ই-রিক্সা স্ট্যান্ড থেকে এগিয়ে আসেন ই-রিক্সা চালক ৩২ বছর বয়সি রবীন্দ্র কুমার৷ আপত্তি জানিয়ে বলেন, এই স্ট্যান্ডেই যাত্রীদের জন্য তাঁদের ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয়৷ এখানেই তাঁদের খাওয়া-দাওয়া ও বিশ্রাম৷ এখানে পেচ্ছাব করলে দুর্গন্ধে তাঁদের পক্ষে টেকা দায় হয়ে ওঠে৷ বোঝাতে চেষ্টা করেন, কয়েক মিটার দূরে রয়েছে পাবলিক শৌচালয়৷ সেখানেই কেন যাচ্ছে না? অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতার স্বার্থে? স্বচ্ছ ভারত মিশনের স্বার্থে? ব্যস, আর যায় কোথায়, একজন ই-রিক্সা চালক পরিষ্কার পরিচ্ছন্নতা জ্ঞান দেবে তাঁদের? প্রথমে তুমুল ঝগড়াঝাটি৷ তারপর রাতে একদল ছেলে নিয়ে আবার ফিরে এসে চড়াও হয় ঐ ই-রিক্সা চালকের উপর৷ ইট তোয়ালেতে জড়িয়ে মাথায় আঘাত করে এবং তাতেই ই-রিক্সাচালকের মৃত্যু হয়৷