1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকাশ্যে ক্ষমা চাইবেন টাইগার উডস

১৮ ফেব্রুয়ারি ২০১০

অবশেষে আবারও গল্ফ জগতে ফিরে আসছেন টাইগার উডস৷ তবে তার আগে কৃতকর্মের জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইবেন তিনি৷

https://p.dw.com/p/M4Ko
ছবি: AP

অনেকটা কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসার মত, টাইগার উডসের সর্বশেষ ঘটনাগুলোর দিকে তাকালে সেটাই বলতে হয়৷ সামান্য একটি গাড়ি দুর্ঘটনা, তা থেকে কত কি! পারিবারিক অশান্তি, যৌন আসক্তির থেরাপি এবং শেষ পর্যন্ত বের হয়ে আসলো পরনারীতে মজে থাকার রসালো সব কাহিনী৷ এক সময় যাকে মনে হতো দুধে ধোয়া, দেখা গেলো তার গায়েই লেগে আছে কত কালি! আর এসবের ঠেলায় পড়েই গল্ফ জগতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় টাইগার উডস এখন গল্ফ ছেড়ে নিভৃত জীবনে নির্বাসিত৷ মাত্র ৩৪ বছর বয়সেই গল্ফ ছেড়ে দেবেন টাইগার উডস, এমনটি কল্পনাও করতে পারেন না তাঁর ভক্তরা৷ তবে আশার কথা শোনা গেল, অবশেষে গল্ফের জগতে ফিরতে চাচ্ছেন ১৪ বার মেজর চ্যাম্পিয়ন উডস৷ তবে তার আগে ভক্তদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন তাঁর কৃতকর্মের জন্য৷

Tiger Woods Elin Nordegren Flash-Galerie
স্ত্রী এলিনার সঙ্গে উডস (ফাইল ফটো)ছবি: picture-alliance / dpa

আরও আগেই পরামর্শটা দিয়েছিলেন টম ওয়াটসন৷ গল্ফ জগতে অত্যন্ত শ্রদ্ধেয় আট বারের মেজর চ্যাম্পিয়ন ওয়াটসন এই মাসের শুরুতে বলেছিলেন, উডসের উচিত গল্ফের আঙিনায় ফিরে আসা, তবে তার আগে ভক্তদের সামনে দাঁড়ানো৷ মানুষের প্রতি কিছুটা সহানুভূতি তাঁর দেখানো উচিত৷ একই পরামর্শ এসেছে অন্যদের কাছ থেকেও৷ সত্যিই তো, উডসের মত একজন মহান খেলোয়াড় স্ত্রীকে বাদ দিয়ে দিনের পর দিন পরনারীতে আসক্ত হয়ে থাকবেন, এমনটি কোন ভক্তই আশা করেননি৷ তাঁর এই আচরণে অত্যন্ত আশাহত হয়েছেন কোটি কোটি মানুষ, যারা গল্ফকে ভালোবাসেন, তারচেয়েও বেশি ভালোবাসেন মার্জিত এই কৃষ্ণাঙ্গ খেলোয়াড়কে৷

টাইগার উডসের ম্যানেজার মার্ক স্টাইনবার্গ জানিয়েছেন, শুক্রবার ফ্লোরিডার পন্টে ভেডরা বিচে জনসম্মুখে আসবেন উডস৷ স্টাইনবার্গ বলেন, যা ঘটেছে তা কেবল উডস এবং তাঁর স্ত্রীর মধ্যে, তবে তিনি বুঝতে পেরেছেন যে এর ফলে তাঁর ঘনিষ্ঠদেরও তিনি আঘাত দিয়েছেন৷ তিনি তাঁর ভক্তদের মর্মাহত করেছেন৷ তিনি এটি পূরণ করতে চান এবং সেটি নিয়েই তিনি কথা বলবেন৷ এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পিজিএ টুর কমিশনার টিম ফিনচেম বলেছেন, আমি খুশি যে তিনি কিছু বলতে যাচ্ছেন৷ তবে উডস কবে নাগাদ গল্ফে ফিরবেন সেটি এখনও বলতে পারছে না কেউ৷ হয়তো শুক্রবারই বিষয়টি খোলসা করবেন তিনি৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সঞ্জীব বর্মন