1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবদেসালামের বিচার শুরু

৫ ফেব্রুয়ারি ২০১৮

দু'বছর আগে ব্রাসেলসে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িত থাকার অভিযোগে বিচার শুরু হচ্ছে সালাহ আবদেসালামের৷ একাধিক জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে মরোক্কান বংশোদ্ভূত এই ফরাসি নাগরিককে প্যারিসেও বিচারের মুখোমুখি হতে হবে৷

https://p.dw.com/p/2s85o
Belgien Zeitung Het Nieuwsblad Salah Abdeslam
ছবি: picture-alliance/maxpp/A. Marchi

২০১৫ সালে ভয়াবহ এক হামলায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৩০ জন নিহত হয়৷ এরপর ২০১৬ সালের মার্চে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বন্দুকযুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা আহত এবং এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়৷ ২৮ বছর বয়সি সালাহ আবদেসালাম দু'টি ঘটনাতেই জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷ এছাড়া ব্রাসেলসের আত্মঘাতি বোমা হামলাতে তার হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে৷ সেই হামলায় নিহত হয়েছিল ৩২ জন৷

 ২০১৫ সালের প্যারিস হামলার পর থেকেই সালাহ আবদেসালাম ইউরোপের সব দেশের পুলিশের কাছেই  ‘মোস্ট ওয়ান্টেড'৷ ২০১৬ সালের ব্রাসেলস হামলার কয়েকদিন পর তাকে আটক করা হয়৷ তারপর থেকে এতদিন তিনি ফ্রান্সের এক কারাগারে ছিলেন৷ প্যারিসের কাছের সেই কারাগারে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে৷ কিন্তু তদন্তকাজে কোনো সহায়তা করেননি তিনি, বরং গোয়েন্দাদের সঙ্গে কথা বলতেও অস্বীকৃতি জানিয়েছেন বারবার৷

সোমবার কঠোর প্রহরায় সালাহ আবদেসালামকে প্যারিস থেকে ব্রাসেলসে নিয়ে আসা হয়৷ ব্রাসেলস এখন নিরাপত্তার চাদরে ঢাকা৷ যে কোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে – এমন আশঙ্কায় পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে৷ ব্রাসেলসের আদালতের মুখোমুখি হওয়ার পর আবদেসালামকে আবার ফিরে যেতে হবে প্যারিসে৷ ফ্রান্সের আদালতেও জঙ্গি হামলায় জড়িত সন্দেহে বিচার হবে তার৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য