1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসে দাঙ্গা, এর্দোয়ানের নিন্দা

৮ ডিসেম্বর ২০১৮

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভরতদের কঠোর হস্তে দমন করছে পুলিশ৷ ইতোমধ্যে কয়েকশত আন্দোলনকারীকে আটক করা হয়েছে৷ আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের এই আচরণের নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এর্দোয়ান৷

https://p.dw.com/p/39ju2
ছবি: Getty Images/A. Jocard

আগের দুই সপ্তাহান্তের মতো চলতি সপ্তাহান্তেও যাতে বিক্ষোভকারীরা প্যারিসে ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির পুলিশ বাহিনী৷ ফ্রান্স সরকার জ্বালানি তেলের উপর বাড়তি কর আরোপ করলে এই বিক্ষোভের সূচনা হয়৷ বিক্ষোভকারীরা ‘ইয়েলো ভেস্ট' পরে রাস্তায় নেমে আসেন৷ তবে, বিক্ষোভের কারণে পরবর্তীতে বাড়তি কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও তাতে এখন সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা৷ বরং ফ্রান্সে জীবনযাপনের খরচ বেড়ে যাওয়া এবং দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা৷

গত সপ্তাহান্তে প্যারিসে বিক্ষোভকারীদের দাঙ্গায় বিভিন্ন বাণিজ্যিক এলাকা এবং ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়৷ শনিবারও আন্দোলনকারীরা প্রেসিডেন্ট প্যালেসে হামলা চালানোর চেষ্টা করে৷ তবে, পুলিশ বিভিন্ন এলাকায় বেরিকেড বসিয়ে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করছে৷ পাশাপাশি জলকামান এবং অন্যান্য উপায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছে৷

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ল্যঁ রন নিউনিয়েন্স শনিবার জানিয়েছেন, শনিবার গোটা ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন ৩১ হাজারের মতো ‘ইয়েলো ভেস্ট' প্রতিবাদকারী৷ ফ্রান্স টু টেলিভিশনকে তিনি বলেন, ‘‘জাতীয় পর্যায়ে প্যারিসসহ বিভিন্ন অঞ্চল থেকে সাতশোর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে৷ আর গোটা ফ্রান্সে যে ৩১ হাজারের মতো মানুষ প্রতিবাদে অংশ নিচ্ছেন, তাদের মধ্যে ৮,১০০ জন প্যারিসে রয়েছেন৷''

পুলিশের কড়া অবস্থানের কারণে বিক্ষোভকারীরা গত সপ্তাহান্তের মতো তাণ্ডব চালাতে না পারলেও একেবারে দমে যায়নি৷ বরং বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করছেন তারা৷ প্যারিসে বিক্ষোভে অংশ নেয়া চার সন্তানের জননী মিরিয়াম ডিয়াস বার্তাসংস্থা এপিকে বলেছেন, ‘‘আমরা আমাদের অসন্তোষের কথা মাক্রোঁকে জানাতে এখানে এসেছি৷ তবে আমি এখানে কোনকিছু ভাঙার জন্য আসিনি৷ কারণ আমার চারটা সন্তান রয়েছে৷ আমি তাদের জন্য নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করছি, কেননা তারা আমার ব্যাপারে ভীত৷'' 

অন্যরকম ইউরোপ – প্যারিস

এদিকে, প্যারিসে বিক্ষোভকারীদের দমনে পুলিশ ‘মাত্রাতিরিক্ত শক্তি' প্রয়োগ করছে বলে দাবি করে বিষয়টির নিন্দা জানিয়েছেন রেচেপ তাইয়িপ এর্দোয়ান৷ তিনি বলেন, ‘‘যারা আমাদের পুলিশের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করে, তাদের দেখা উচিত যে তাদের পুলিশ এখন কী করছে৷''

উল্লেখ্য, তুরস্কে আগামী ৩১ মার্চ স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ আসন্ন এই নির্বাচনের আগে বিরোধী দলগুলোর সমালোচনায় মুখর হয়েছেন এর্দেয়ান৷ নিজের নিন্দুকদের পেছনে বিদেশিদের ইন্ধন রয়েছে বলে তিনি প্রায়ই দাবি করেন৷

এআই/এসিবি (এপি, ডিপিএ)