1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাস্তা থেকে শরণার্থীদের অপসারণ

৭ জুলাই ২০১৭

সাম্প্রতিক সময়ে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে৷ ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তার পাশে আবার জমতে শুরু করেছে ভিড়৷ পরিস্থিতি সামাল দিতে রাস্তা থেকে ২৮০০ অভিবাসনপ্রত্যাশীকে সরিয়ে নিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/2g93b
Paris Migranten Eiffelturm
ছবি: picture-alliance/NurPhoto/A. Widak

শুক্রবার প্যারিসের রাস্তা থেকে অভিবাসনপ্রত্যাশীদের সরিয়ে নেয়ার অভিযান শুরু করে পুলিশ৷ এ অভিযানে অনেক অভিবাসনপ্রত্যাশীই খুশি, কারণ, রাস্তার পাশ থেকে সরিয়ে তাদের অস্থায়ী আশ্রয় শিবিরে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ৷ ফলে কেউ কেউ খুশিমনে আকস্মিক এ স্থানান্তরকে মেনে নিয়ে বলছিলেন, ‘‘আমরা মর্যাদা চাই৷'' প্যারিস নগর কর্তৃপক্ষ বলছে, অস্থায়ী আশ্রয় শিবিরে নিয়ে গিয়ে অভিবাসনপ্রত্যাশীদের স্বাস্থ্য পরীক্ষাসহ আরো কিছু সুযোগ-সুবিধা দেয়া হবে৷

সাম্প্রতিক সময়ের শরণার্থীদের স্রোত প্যরিসবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷ স্থানীয়দের কেউ কেউ ভিনদেশি অতিথিদের সহায়তায় এগিয়ে এলেও অনেকে বিরক্তিও প্রকাশ করছেন৷ শরণার্থীদের আগমনে ক্ষুব্ধদের অনেকেই নিরাপত্তা এবং নিজেদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷

চলতি গ্রীষ্মে ইউরোপে মূলত আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে অভিবাসনপ্রত্যাশীদের আগমন আবার আশঙ্কাজনক হারে বেড়েছে৷ সমুদ্র পথে আসতে গিয়ে এ পর্যন্ত অন্তত দুই হাজার মানুষ মারা গেছেন৷

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী এসেছে ইটালিতে৷ এ বছরের প্রথম ছয় মাসেই দেশটিতে এসেছে মোট ৮৫ হাজার আর ৮৫ হাজারের মধ্যে ১০ হাজার অভিবাসনপ্রত্যাশীই এসেছে গত এক মাসে৷ এ পরিস্থিতিতে ইটালিকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনা করছে ই্উরোপীয় ইউনিয়ন৷

এসিবি/ ডিজি (এপি, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য