1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যান্ট খুলে আনন্দ!

২৪ জুন ২০১৬

ফুটবল মাঠে অনেক মজার মজার দৃশ্য দেখা যায়৷ বিশেষ করে গোল করার পর আনন্দ উদযাপনের যে বৈচিত্র্য তার আসলে কোনো তুলনাই হয়না৷ কখনো কখনো মনে হয় যেন খেলার মাঠে সার্কাস শুরু হয়েছে৷ দেখুন সেরকমই কিছু আনন্দ উদযাপনের ‘সার্কাস'৷

https://p.dw.com/p/1JCKQ
কিছু আনন্দ উদযাপনের ‘সার্কাস'
ছবি: Reuters/P. Rossignol

কিছু কিছু দৃশ্য দেখলে মনে হবে, হয় শিশুদের বাঁধভাঙা আনন্দ দেখছি, নয়তো পাগলদের পাগলামো দেখছি৷ কেউ সিংহের মতো গর্জন করতে করতে (দুই হাত + দুই পা) চার পায়ে হাঁটছেন, কেউ সতীর্থের সঙ্গেই শুরু করেছেন মিছেমিছি বক্সিং, কেউ আবার মাঠের মাঝেই প্যান্ট খুলে মাথায় তুলে দিব্যি নাচছেন, একজন আবার গোল করেই ছুটে গেলেন গ্যালারিতে, সেখানে বসেই শুরু করলেন হাত তালি৷ সবই ফুটবল মাঠের দৃশ্য, ভাবা যায়!

এমন হাসির উদ্রেককারী বেশ কিছু দৃশ্যের চমৎকার এক সংকলন ওপরের এই ভিডিও৷ সব দৃশ্য যে আনন্দই দেবে তা কিন্তু নয়৷ কয়েকটি দৃশ্য দেখে আতঙ্কিতও হতে পারেন৷ বিশেষ করে গোল করেই একজন ঘুরে দৌড়াতে শুরু করলেন, সামনে এগিয়ে এলেন নিজের দলেরই এক খেলোয়াড়, তার মুখে ঘুষি মেরে নির্বিকারভাবে আবার দৌড়াতে শুরু করলেন গোলদাতা৷ এমন দৃশ্য দেখলে আতঙ্কিত না হয়ে পারা যায়?

বিশ্বের নানা প্রান্তের ফুটবলাররা কত বিচিত্র উপায়ে গোল উদযাপন করেন তা জানতে হলে এই ভিডিওটি দেখুন৷ গত দু মাসে ভিডিওটি দেখা হয়েছে ৪৯ লক্ষ ৫১ হাজার বার!

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য