1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিডিওপুঞ্জ

সুসানে স্টাইগার, গ্যোনা কেটেলস / এসবি২০ ডিসেম্বর ২০১৩

পোশাকের মধ্যেই প্রযুক্তির প্রয়োগ কতটা চমক সৃষ্টি করতে পারে, তা মঞ্চ অথবা ফ্যাশন শো-য় মাঝে মধ্যে দেখা যায়৷ বিজ্ঞান ও সৃজনশীলতার মধ্যে মেলবন্ধন কিন্তু সহজ কাজ নয়৷ জার্মান ইঞ্জিনিয়ার ও ডিজাইনাররা এমন অসাধ্য সাধন করছেন৷

https://p.dw.com/p/1Ae7v
LED Glühlampe Energiesparlampe
ছবি: picture-alliance/dpa

গায়িকা এলি গোল্ডিং-এর মিউজিক ভিডিও-র লাইট এফেক্ট হোক, মঞ্চে ‘টেক দ্যাট' ব্যান্ড-এর এলইডি-লাগানো পোশাক হোক, কিংবা কাইলি মিনগ-এর লেজার-লাগানো মাইক্রোফোন স্ট্যান্ডই হোক৷ মঞ্চের কস্টিউমও হতে পারে বোনো এবং রিহানা-র জন্য৷

এ সবের কৃতিত্ব একজনের, যিনি নেপথ্যেই থাকেন৷ তিনি হলেন জার্মান ইঞ্জিনিয়ার ও ডিজাইনার মোরিৎস ভাল্ডেমায়ার৷ শিল্প ও প্রযুক্তির সংযোগ নিয়েই তাঁর কাজ৷ প্রযুক্তি ডিজাইনার মোরিৎস ভাল্ডেমায়ার বলেন, ‘‘আমি অনেকটা দোভাষীর মত, যে প্রযুক্তির দুনিয়া ও সৃজনশীল দুনিয়ার মধ্যে অনুবাদের কাজ করতে পারে৷ এটা বেশ বিরল এক দক্ষতা৷ অবশ্যই এমন মানুষ রয়েছেন, যাঁরা শিল্পকলার জগতের হলেও প্রযুক্তির বিষয়ে আগ্রহ রয়েছে৷ আর আমি প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছি৷ এটাই আমার ভিত্তি৷''

Lichtdesigner Moritz Waldemeyer
প্রযুক্তি ডিজাইনার মোরিৎস ভাল্ডেমায়ারছবি: Moritz Waldemeyer

জটিল বিন্যাস

তাঁর অন্যতম কঠিন কাজ ছিল ২০০৭ সালে, যখন তিনি সাইপ্রাসের তুর্কি ফ্যাশন ডিজাইনার হুসেইন চালায়ান-এর সঙ্গে মোটর-চালিত, আলো-বসানো পোশাক সৃষ্টি করেছিলেন৷ ভাল্ডেমায়ার বলেন, ‘‘এমন পোশাক যা ভিডিও দেখাতে পারে – গোটা বিশ্বে এটাই ছিল প্রথম৷ কম সময়ে এমন কঠিন কাজ করার চ্যালেঞ্জ, এত জটিল এক সৃষ্টিকর্ম৷ সব কিছু মিলিয়ে খুবই রোমাঞ্চকর ব্যাপার হয়েছিল৷''

ভিডিও পোশাক তৈরি সহজ নয়৷ কাপড়ের মধ্যে তার বসিয়ে তার উপর ডাকটিকিটের মাপে প্ল্যাটিন সেলাই করে দেয়া হয়৷ প্রায় ১৫,০০০ এলইডি বাতি নানা রংয়ের ছটা সৃষ্টি করে৷ ভাল্ডেমায়ার বলেন, ‘‘এটা অনেকটা পাজল-এর মতো৷ এমন অসংখ্য সার্কিট রয়েছে, যার প্রত্যেকটি আলাদা ভিডিও প্লেয়ারের মতো৷ অর্থাৎ সব ক'টি একসঙ্গে চালু করলে যে যার অংশের ভিডিও দেখাবে৷ এত বড় জায়গা জুড়ে সেগুলি বসানো থাকায় মনে হয়, পোশাকের উপর যেন একটা গোটা ছবি দেখানো হচ্ছে৷''

‘মেকাট্রনিক্স'-এর ম্যাজিক

মোরিৎস লন্ডনে ‘মেকাট্রনিক্স' নিয়ে পড়াশোনা করেছেন৷ এ হলো মেকানিক্স, ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তির সংমিশ্রণ৷ প্রায় ৯ বছর আগে তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল, যখন তিনি ডিজাইনার রন অ্যারাড-এর জন্য এক ঝাড়লণ্ঠনের ডিজাইন করেছিলেন, যাতে এসএমএস পাঠানো যায়৷ ভাল্ডেমায়ার বলেন, ‘‘এ যেন প্রযুক্তির সঙ্গে খেলা, এর সীমানা খুঁজে দেখা৷ এমন কাজ করা, যা কেউ আগে করার চেষ্টা করে নি৷ প্রতিটি প্রকল্পেই নতুন কিছু শেখা যায়৷''

মোরিৎস বহুকাল আগেই বিজ্ঞাপন জগতের সঙ্গে কাজ শুরু করেন৷ ২০১০ সালে জার্মান এক গাড়ি কোম্পানির বিজ্ঞাপনে আলোর এফেক্ট সৃষ্টি করেন৷ ১৬ বছর ধরে লন্ডনে বসবাস করছেন তিনি৷ জার্মানির পূর্বাঞ্চলে হালে শহরে বেড়ে উঠেছেন তিনি৷ বিখ্যাত সব মানুষ ও বড় কোম্পানির সঙ্গে কাজ করার ফলে তাঁর কাজ সবার নজর কাড়ছে৷ ভাল্ডেমায়ার বলেন, ‘‘বেশ ভালো এক পোর্টফোলিও তৈরি করতে পেরেছি বলে মনে হয়৷ তাতে আমারও অনেক নিজস্ব সৃষ্টি রয়েছে৷ অন্যান্য ডিজাইনারদের তুলনায় সে সব বেশ ভিন্ন হওয়ায় মানুষের তা ভালো লাগছে৷''

জার্মানির মোরিৎস ভাল্ডেমায়ার তাঁর জটিল প্রযুক্তিগত সৃষ্টিকর্ম দিয়ে ডিজাইনের সীমানা অতিক্রম করার চেষ্টা করছেন৷ এর ফলে তারকারাও সত্যি উজ্জ্বল হয়ে উঠছেন৷