1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিয়ানোর ফেরিওয়ালা

১৭ ফেব্রুয়ারি ২০২০

গোয়া থেকে কলকাতার নাইটক্লাবে গানবাজনা করতে আসা দুই ভাই ফ্রান্সিস ও টমাস ব্র‍্যাগেঞ্জা একটি বিপণির গোড়াপত্তন করেছিলেন ১৯৪৫ সালে৷ তারপর থেকে বিগত পঁচাত্তর বছর ধরে ঘরে ঘরে ঘুরে পিয়ানো সারানো, বেসুর হয়ে যাওয়া পিয়ানোকে সুরে নিয়ে আসা, মাসিক হিসাবে ভায়োলিন ভাড়া দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের ওয়েস্টার্ন বাদ্যযন্ত্র বিক্রি -- এই সবকিছুরই দায়িত্ব এখন সামলাচ্ছেন ফ্রান্সিসের ছেলে ডিকি ব্র‍্যাগেঞ্জা৷

https://p.dw.com/p/3Xseb