1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিসা শিক্ষা-জরিপের শীর্ষে শাংহাই

৮ ডিসেম্বর ২০১০

প্রোগ্রাম ফর ইন্টারন্যশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট সংক্ষেপে পিসা৷ পিসার সদ্য প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, এবার ইউরোপ নয়, শীর্ষে রয়েছে এশিয়ার ছেলেমেয়েরা৷

https://p.dw.com/p/QSk2
চীন শীর্ষে না থাকলেও শাংহাই শহর একাই শীর্ষে চলে গেছে (ফাইল ফটো)ছবি: picture-alliance/ ZB

অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থা ওইসিডি এই পিসা জরিপ চালায়৷ একেকটি দেশের শিক্ষার মান যাচাই করতেই এই জরিপ৷ এবারের পিসা জরিপে একেবারে উপরের স্থান দক্ষিণ কোরিয়া আর ফিনল্যান্ডের৷ চীনের শাংহাই শহর আবার স্কুলশিক্ষায় বিশ্ব সেরা৷ পিসা স্টাডিতে প্রথম স্থান জিতে তা-ই তারা প্রমাণ করলো৷ রিডিং, গণিত এবং বিজ্ঞানে কোন্ দেশের ছেলেমেয়েরা কতটা পারদর্শী সেটাই এবারের জরিপে৷

এবারের জরিপ চালানো হয়েছিল ৬৫ দেশের প্রায় ৫ লক্ষ স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের ওপর ওপর৷ এদের সবার বয়স ১৫৷ প্রতি তিন বছর পরপর ওইসিডি এই পিসা জরিপ প্রকাশ করে৷

চীন শীর্ষে না থাকলেও শাংহাই শহর একাই শীর্ষে চলে গেছে৷ এই প্রথম শাংহাই জরিপে অংশগ্রহণ করে এবং প্রথমবারেই একেবারে বাজিমাত! শাংহাই-এর ছেলেমেয়েদের বেশ কিছু কঠিন অঙ্ক করতে বলা হয়৷ তারা আনন্দের সঙ্গে সেসব অঙ্ক করে ফেলে৷ এশিয়ায় হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান ও জাপানও জরিপে ভাল করেছে৷

ওইসিডির শিক্ষা বিশেষজ্ঞ এরিক শারবোনিয়ের সন্তোষ প্রকাশ করে বলেন, এশিয়া শুধু ‘সবার জন্য শিক্ষা' স্লোগান দিয়েই ক্ষান্ত হয়নি বরং শিক্ষার মানকে তারা দিনকে দিন এগিয়ে নিয়ে গেছে৷ এই জরিপেই তার প্রমাণ আমরা পেলাম৷ বিশেষ করে শাংহাইয়ের মত বিশাল একটি শহর – যেখানে প্রতিটি ছেলে-মেয়ের জন্য শিক্ষার সমান সুযোগ করে দেওয়া কঠিন৷ কারণ সেখানে স্কুলের তুলনায় ছেলে-মেয়ের সংখ্যা বেশি আর শাংহাইয়ে পড়াশোনা অত্যন্ত ব্যয়বহুল৷ এরপরও এই শহর আমাদের চমক দেখাতে পেরেছে৷

ওইসিডির সেক্রেটারি জেনারেল আঞ্জেল গুরিয়া বলেন, উন্নতমানের শিক্ষা একটি দেশের অর্থনৈতিক শক্তিকে নিরূপণ করে৷ ভবিষ্যতে দেশটি কীভাবে মাথা উঁচু করে দাঁড়াবে তার একটি পরিষ্কার ছবি আমরা পাই৷

শিক্ষা ক্ষেত্রে ওইসিডি'র যে গড় মান তার ওপরে আছে এবার নেদারল্যান্ডস, নরওয়ে, সুইজারল্যান্ড, পোল্যান্ড সহ ইউরোপের সাতটি দেশ৷ জার্মানি দু বছর আগের তুলনায় এবার বেশ ভাল করেছে৷ ওইসিডি'র জার্মান দপ্তরের প্রধান বলেছেন: ‘‘জার্মানি সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উঠেছে৷ তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে সে এখনও অনেক দূরে৷'' অঙ্ক আর বিজ্ঞানে এবার জার্মান ছেলেমেয়েদের মান ওইসিডি'র গড় মানের ওপরে৷

সুইডেন আর আয়ারল্যান্ডে মান গত তিন বছরে কমেছে বলে ওইসিডি জানিয়েছে৷ ওইসিডির সেক্রেটারি জেনারেল আঞ্জেল গুরিয়া বলেছেন: ‘‘জাতীয় আয় আর শিক্ষা ক্ষেত্রে সাফল্যের মধ্যে এখনও যোগ আছে যদিও, তবুও সমান মানের সমৃদ্ধির অধিকারী দুটি দেশে দুই ভিন্ন রকমের ফল পাওয়া যেতে পারে৷

মেয়েরা যে ছেলেদের চেয়ে ভাল পড়তে পারে তাও জানা গেছে এই জরিপ থেকেই৷ সব দেশেই যে ছেলে-মেয়েরা সামানে সামান স্কুলে যাচ্ছে তাও নয়৷ ফারাকটাবেড়েছে ফ্রান্স, ইসরায়েল, কোরিয়া, পর্তুগাল এবং সুইডেনে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক