1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিলখানায় সেনা কর্মকর্তা হত্যার বিচার শুরু: আসামি ৮২৪

৫ জানুয়ারি ২০১১

বুধবার থেকে শুরু হচ্ছে পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যার বিচার৷ এজন্য ঢাকা কেন্দ্রীয় কারগারের কাছে আলিয়া মাদ্রাসার মাঠে বানান হয়েছে একতলা ভবনের অস্থায়ী আদালত৷

https://p.dw.com/p/ztfr
ছবি: DW

একসঙ্গে ৮শতাধিক আসামির কোন আদালতে স্থান সংকুলান না হওয়ায় এই ব্যবস্থা৷

২০০৯ সালের ২৫ও ২৬শে ফেব্রয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন৷প্রায় দুবছর পর শুরু হচ্ছে সেই হত্যা মামলার বিচার৷ মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল ডয়চে ভেলেকে জানান, দায়রা জজ জহিরুল হককে এই মামলার বিচারক নিয়োগ দেয়া হয়েছে৷

এই মামলায় মোট আসামি ৮২৪ জন৷ এর মধ্যে ২১ জন পলাতক এবং ২ জন মারা গেছেন৷ আদালতে ৮০১ জন আসামিকে হাজির করার কথা৷ স্বাক্ষি ১ হাজার ৩শ'র বেশি৷ মোশাররফ হোসেন কাজল জানান, অপরাধ প্রমাণের জন্য তাদের কাছে যথেষ্ঠ স্বাক্ষ্য এবং আলামত আছে৷

আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত ভবনে আসামিরা থাকবেন গ্রিল দেয়া ঘরে আটকা৷ বিচারকের এজলাস গ্রিলের ওপারে৷ বিচারক কথা বলবেন লাউড স্পিকারে৷ নিরাপত্তার জন্য আর্চওয়ে গেট বসান হয়ছে৷ আছে ব়্যাব ও পুলিশ৷

সকাল সাড়ে নটায় আদালত বসার কথা৷ ঢাকা কেন্দ্রীয় কাগারের জেল সুপার তৌহিদুল ইসলাম জানান, সকাল ৮টা থেকেই তারা আসামিদের অস্থায়ী আদালতে নেয়া শুরু করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন , ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা