1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাহাড়ি তরুণীদের গোপন ভিডিও নিয়ে প্রতারণা

২৯ এপ্রিল ২০১০

জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগ চায় দক্ষিণ এশিয়ার রাষ্ট্রপ্রধানরা৷ রয়েছে বেনাপোলে বোমা হামলার খবর৷ এরই মাঝে পাহাড়ি এলাকার তরুণীরা নাকি হচ্ছেন ছবি প্রতারণার শিকার৷

https://p.dw.com/p/N94U
বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধির সঙ্গে বেড়েছে প্রতারণাও (ফাইল ফটো)ছবি: DW

সার্ক সম্মেলন

বৃহস্পতিবার সংবাদপত্রগুলোর মূল আলোচনা সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে৷ প্রায় সব পত্রিকারই প্রধান শিরোনাম সার্ক৷ দৈনিক প্রথম আলো জানাচ্ছে, সম্মেলনের প্রথম দিনে জলবায়ু পরিবর্তনের উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন শীর্ষ নেতারা৷ বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটাতে সম্মিলিত উদ্যোগ নেবার পক্ষে মত সবার৷ এজন্য দরকার হলে, হিমালয় কাউন্সিলও গঠন করার প্রস্তাব দেয়া হয়েছে সম্মেলনে৷

এছাড়া সার্ক সম্মেলন প্রসঙ্গে দৈনিক কালের কন্ঠ দিয়েছে আরেক খবর, ‘আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডের প্রস্তাব শেখ হাসিনার'৷ মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী চাইছেন, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড স্থাপন করা হোক৷ দৈনিক সমকাল, দৈনিক যুগান্তরও জানিয়েছে একই খবর৷

বেনাপোলে বোমা হামলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘বেনাপোলে মেলায় বোমা বিস্ফোরণে নিহত ১'৷ পত্রিকাটির ভাষ্য অনুযায়ী, যশোরের বেনাপোলে বৈশাখী মেলায় বুধবার রাতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন৷ এসময় আহত হয়েছেন আটজন৷ তবে কারা এটি ঘটিয়েছে বা এটি কোন জঙ্গি তৎপরতা কিনা তা এখনো জানা যায়নি৷ পুলিশও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷
আইলা ক্ষতিগ্রস্তদের জন্য বিশুদ্ধ পানি

দৈনিক যুগান্তর জানাচ্ছে, ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্তদের বিশুদ্ধ পানি সরবরাহ করবে বর্তমান সরকার৷ বাংলাদেশের খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এর বরাত দিয়ে পত্রিকাটি আরো জানাচ্ছে, বর্তমানে আইলা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানীয়জলের সংকট প্রকট৷ আর তাই সরকার, ১১৩ কোটি টাকার একটি প্রকল্পের মাধ্যমে লবণাক্ত পানি বিশুদ্ধ করে সংশ্লিষ্ট এলাকায় সরবরাহ করবে৷

পাহাড়ি তরুণীদের গোপন ভিডিও

দৈনিক ইত্তেফাক দিয়েছে এক খবর৷ শিরোনাম, ‘পাহাড়ি তরুণীদের ব্যক্তিগত ছবি নিয়ে প্রতারণা'৷ পত্রিকাটির দাবি, পাহাড়ের তরুণীদের সঙ্গে প্রতারণা করে দৈহিক সম্পর্ক গড়ছে একটি চক্র৷ এবং তা গোপনে ধারণ করে মোবাইলে কিংবা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হচ্ছে৷ এপর্যন্ত নাকি অর্ধ শতাধিক তরুণী এই ফাঁদে পড়েছে৷ বিষয়টি নিয়ে পাহাড়ি এলাকার অভিভাবকদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী