1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পার্ক স্ট্রিটে আগুন

২৩ মার্চ ২০১০

ভয়াবহ আগুন কলকাতার পার্ক স্ট্রিটে৷ ১৮ এ পার্ক স্ট্রিটের ঐ বাড়ির নীচে শহরের তিন বিখ্যাত দোকান৷ মিউজিক ওয়ার্ল্ড, ঐতিহ্যবাহী ফ্লুরিজ এবং জনপ্রিয় রেস্তোরাঁ পিটার ক্যাট৷ ওপরের তলাগুলিতে বেশ কিছু অফিস ও আবাসিক ফ্ল্যাটও রয়েছে৷

https://p.dw.com/p/MZnI
ছবি: AP

বাড়িটির লিফটে প্রথম আগুন লাগে বলে অনুমান৷ সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে৷ দুপুর তিনটের খবর, বহু মানুষ জ্বলন্ত বাড়ির ওপরের তলাগুলিতে আটকে পড়েছেন৷ এদের মধ্যে অনেক মহিলাও আছেন৷ অনেকে আতঙ্কে ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন৷ কিন্তু আগুনের লেলিহান শিখা সেখানেও পৌঁছে যাচ্ছে৷ অনেকে শতাব্দী প্রাচীন বাড়িটির কার্নিশে গিয়ে উদ্ধার পাওয়ার আশায় অপেক্ষা করছেন৷ প্রথমে কয়েকজন আতঙ্কে দু-তিন তলা ওপর থেকেই লাফ দিয়েছিলেন৷ তারা গুরুতর আহত হয়েছেন৷ অন্তত একজন মারা গেছেন বলেও শোনা যাচ্ছে৷

দমকলের প্রায় ৪০টি ইঞ্জিন পরিস্থিতি সামাল দিতে গেলেও উদ্ধারের কাজ শুরু করা যায়নি৷ কারণ আগুনের খবর পাওয়ার প্রায় দেড় ঘন্টা পরেও হাইড্রলিক ল্যাডার নিয়ে আসতে পারেনি দমকল৷ নীচে জাল পাতারও কোনও ব্যবস্থা হয়নি৷

বিস্তারিত আসছে...

প্রতিবেদক : শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক