1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পারস্য উপসাগরীয় অঞ্চলে ‘লামহা’ নিষিদ্ধ

১৫ জুলাই ২০১০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সংবেদনশীল জীবন নিয়ে নির্মিত বক্স অফিস হিট করা বলিউড ছবি ‘লামহা’র প্রদর্শন উপসাগরের কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছে৷ ছবির নির্মাতার পক্ষ থেকে এই খবর জানানো হয়৷

https://p.dw.com/p/OMKn
‘লামহা’ছবির প্রচারে সঞ্জয় দত্তছবি: AP

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমানে ‘লামহা’ ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে৷ 'লামহা' শব্দির অর্থ মুহূর্ত৷ কাশ্মীরের মুসলিম সংখ্যাগুরু অঞ্চলের সংঘাতের পেছনের সত্যিকার গল্প ছবিতে তুলে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে৷

ছবির পরিচালক রাহুল ধোলাকিয়া এএফপিকে বলেছেন, ভারত সরকার ছবিটির ওপর কোন রকম বিধিনিষেধ আরোপ করেনি এবং সেখানে আপত্তি করার মত কিছু নেইও৷ তিনি বলেন, কিন্তু উপসাগরীয় কর্তৃপক্ষ তা মনে করছেন না৷ ব্যপারটা আমাকে হতাশ করেছে৷ ছবিটির পরিচালক আরও বলেন, ছবিটি শান্তি এবং ভ্রাতৃত্ব নিয়েই নির্মিত বলেই তাঁর ধারণা কিন্তু তারপরও ‘লামহা’র প্রদর্শন নিষিদ্ধ করায় তিনি দুঃখিত৷

ছবির প্রযোজক বান্টি ওয়ালিয়া বলেন, মধ্যপ্রাচ্যে ছবির বিপণনকারী ছবিটি নিষিদ্ধ করার খবর নিশ্চিত করেছে৷ গত শুক্রবার ছবিটি ভারতে মুক্তি পায়৷ ছবিটিতে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত এবং অভিনেত্রী বিপাশা বসু৷ বিপাশা টুইটারে লিখেছেন এইরকম একটা ছবি নিষিদ্ধ করা হল, কোথায় গেল স্বাধীন মত প্রকাশের অধিকার?

তবে ছবিটিতে কাশ্মীরের বর্ণনা দেয়ার সময় কাশ্মীরকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতম স্থান বলে অভিহিত করা হয়েছিল৷ এই বাক্যটি কেটে দেয়ার জন্য ভারতের সেন্সর বোর্ড পরিচালক ধোলাকিয়াকে চাপ দেন এবং ধোলাকিয়া পরে তা কেটে দেন৷ এছাড়া কাশ্মিরের স্থানীয় লোকজনের চাপের মুখে বিচ্ছিন্নতাবাদী সংঘাতের একটি দৃশ্য পুনরায় চিত্রায়িত করতে বাধ্য হয়েছেন ছবির নির্মাতারা৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক