1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পারলো না জার্মানি, ফাইনালে স্পেন

৮ জুলাই ২০১০

কোচ ইওয়াখিম ল্যোভ'এর তরুণ জার্মান দল অভিজ্ঞ স্প্যানিশ টিমের দক্ষতার সামনে দাঁড়াতেই পারলো না৷ ১-০ গোলে জার্মানিকে পরাজিত করে ফাইনালে নেদারল্যান্ডস'এর মুখোমুখি হবে স্পেন৷

https://p.dw.com/p/ODf0
বিশ্বকাপের ইতিহাসে প্রথম বারের মতো ফাইনালে পৌঁছলো স্পেনছবি: picture-alliance/dpa

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দুর্দান্ত খেলে ১-০ গোলে জার্মানিকে হারিয়ে প্রথম বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল স্পেন৷ গোটা ম্যাচ ধরে আধিপত্য বজায় রেখে জার্মান টিমকে কার্যত নিষ্ক্রিয় করে রেখেছিলো স্পেনের টিম৷ ফলে গত বারের মতো আবার সেমিফাইনাল পর্যায়েই বিদায় নিতে হলো জার্মানিকে৷ ৭৩ মিনিটের মাথায় কর্নার থেকে পাওয়া বলে হেড করে ম্যাচের একমাত্র গোলটি করেন কার্লেস পুইয়ল৷ জার্মানির টোনি ক্রোস গোলের একটি সুযোগ পেয়েও ব্যর্থ হন৷

ম্যাচের পর জার্মানির অধিনায়ক ফিলিপ লাম বলেন, ‘‘বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই আমরা জানতাম স্পেনই এবারের ফেভারিট৷ এখনো তাতে কোনো পরিবর্তন ঘটে নি৷ আমরা বিশেষ করে প্রথমার্ধে ভালো খেলতে পারি নি, যথেষ্ট সাহস দেখিয়ে এগিয়ে যেতে পারি নি৷ ডিফেন্স আমাদের ভালোই ছিল, দ্বিতীয়ার্ধেও আমরা স্পেনকে গোলের কাছে বেশি ঘেঁষতে দিই নি৷ তবে বলতেই হবে, যে স্পেন সত্যি অত্যন্ত শক্তিশালী এক দল৷''

Flash-Galerie Fußball WM 2010 Südafrika Halbfinale Deutschland Spanien
স্পেনের বুসকেটস ও জার্মানির পডলস্কি – মাঠে জার্মানিকে প্রায় কোনঠাসা করে রেখেছিল স্পেনছবি: AP

জার্মান দলের কোচ ইওয়াখিম ল্যোভ বলেন, ‘‘স্পেন এমনভাবে বল পায়ে রাখে, যে বল প্রতিপক্ষের থেকে দূরে থাকে৷ ফলে আমাদের পায়ে বল সেভাবে আসতে পারে নি, আমরা দ্রুত খেলার গতি বদলাতে পারি নি৷ আমাদের বেশ বেগ পেতে হয়েছে৷ আমাদের তরুণ দল এবারের প্রতিযোগিতায় দারুণ ফুটবল খেলেছে৷ আজ আমরা মনের মতো খেলতে পারি নি৷ এটা সত্যি দুঃখজনক, আমরা সবাই অত্যন্ত হতাশ৷ তবে স্পেন সত্যি অসাধারণ খেলেছে৷''

প্রাথমিক শোক কাটিয়ে তুলে এবার তৃতীয় স্থান দখল করতে জার্মানিকে খেলতে হবে উরুগুয়ের সঙ্গে৷ শনিবার পোর্ট এলিজাবেথ'এ এই ম্যাচ খেলার পর রবিবার সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা জার্মান দলের৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: রিয়াজুল ইসলাম