1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানি ছাড়া গোসল?

১১ জানুয়ারি ২০১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি নীতির একটা বড় অঙ্গ হলো দুর্নীতি প্রতিরোধ৷ কিন্তু বাস্তবে সেটা কতটুকু ঘটেছে? পানি ছাড়া গোসল করার একটি ভাইরাল ভিডিও-তে ঠিক যেন সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/2qfXt
Narendra Modi
ছবি: Getty Images/AFP/R. Schmidt

কালো টাকা ও অর্থ সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে মাঠে নেমেছেন নরেন্দ্র মোদী, ২০১৪ সালে ক্ষমতায় আসার সময়েই  তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ বলতে কি, কর ফাঁকি দেওয়া ও কালো টাকা সাদা করার জন্য যে ধরণের ‘খোলস' কোম্পানিগুলি ব্যবহার করা হয়ে থাকে, সেগুলিকে শনাক্ত করার ব্যাপারে সরকার লক্ষণীয় সাফল্য অর্জন করেছেন৷ কিন্তু এই শনাক্তকরণে কী ধরণের শর্তাবলী প্রয়োগ করা হয়েছে, তা ঠিক স্পষ্ট নয়৷ ওদিকে একাধিক রাষ্ট্রীয় মালিকানার কোম্পানিকে ‘খোলস' কোম্পানি হিসেবে শনাক্ত করা সম্ভব হয়েছে৷

বহুল প্রচারিত ও বহু সমালোচিত ‘ডিমনিটাইজেশন' প্রধানত অপরাধী মহল ও দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী ও কর্মকর্তাদের তাদের কালো টাকা সাদা করতে সাহায্য করেছে, এ অভিযোগ নতুন নয়৷ তথাকথিত নন-ট্রেডিং কোম্পানিগুলি যে ডিমনিটাইজেশন চলাকালীন বিপুল পরিমাণ নগদ টাকা ব্যাংকে জমা দেয়, তা-ও সরকারি কর্মকর্তাদের নজর এড়ায়নি৷

অথচ একাধিক পাবলিক কোম্পানি সরকারের শনাক্তকৃত ৩৩১টি ‘খোলস' কোম্পানির তালিকা থেকে তাদের নাম সরাতে সফল হয়েছে৷ রিজার্ভ ব্যাংকের স্বকীয় বিবৃতি অনুযায়ী, ২০১৬ সালের ৮ই নভেম্বর যেসব ৫০০ ও ১,০০০ রুপির নোট বাতিল করা হয়, তার ৯৯ শতাংশই ৩০শে ডিসেম্বরের ডেডলাইনের মধ্যে ব্যাংকে জমা পড়ে৷ বস্তুত ডেমনিটাইজেশনকেই অংশত কালো টাকা সাদা করার কাজে ব্যবহার করা হয়, যে কারণে একজন উচ্চপদস্থ বিরোধী রাজনীতিক মোদীর ডিমনিটাইজেশনকে ভারতের বৃহত্তম ‘স্ক্যাম' বলে বর্ণনা করেছেন৷

এখন প্রশ্ন হলো, রাজনীতি-অর্থনীতির এইসব চোখা চোখা প্রশ্নের সঙ্গে আমাদের ভাইরাল ভিডিওর সম্পর্ক কী? ভাইরাল ভিডিও হলো হাল আমলের প্রবচন৷ ‘ধরি মাছ, না ছুঁই পানি' যাঁরা বোঝেন, তাঁরা ঠিকই বুঝবেন, পানি ছাড়া গোসল করার অর্থ কী: লোক দেখানো ভড়ং, রীতিনীতি, আচার-আচরণ – বা সরকারি কর্মসূচি – যাতে সাপও মরে না, আবার লাঠিও ভাঙে না; ঝড়ে কাক না পড়লেও, ফকিরের কেরামতি ঠিকই বাড়ে৷

ভিডিওটা দেখে বাকি অঙ্কটা আপনারা নিজেরাই কষে নিন৷
 

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FFekuExpress2.0%2Fvideos%2F402339286889950%2F&show_text=0&width=476" width="476" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

এসি/এসিবি