1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানির দূষণে ন্যানো ফিল্টার

১০ জানুয়ারি ২০১৭

এই একবিংশ শতাব্দীতেও পানিতে জীবাণুর কারণে মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে৷ তানজানিয়ার এক বিজ্ঞানী এই সমস্যার সমাধান করতে এক বিশেষ ফিল্টার তৈরি করেছেন৷ তার সুফল সাধারণ মানুষের নাগালে আনতেও কাজ করছেন তিনি৷

https://p.dw.com/p/2VVg4
প্রতীকী ছবি
ছবি: Fotolia/chianim8r

আসকোয়ার হিলোঙ্গা শুধু তাঁর উদ্ভাবন হাতেনাতে দেখানোর সময় পানি নোংরা করেন৷ কেমিকাল ইঞ্জিনিয়ার হিসেবে তিনি ন্যানো বা অতি ক্ষুদ্র উপকণ দিয়ে এক ওয়াটার ফিল্টার তৈরি করেছেন৷ সেগুলি সাদা ও লাল প্লাস্টিক টিউবের মধ্যে লুকিয়ে রয়েছে৷ সাধারণ বর্জ্য, হেভি মেটাল সহ অন্যান্য ক্ষতিকর পদার্থ ফিল্টার করা যায়৷ কিন্তু এই ন্যানো ফিল্টার তৈরির আইডিয়া কোথা থেকে এলো? হিলোঙ্গা বলেন, ‘‘বৈজ্ঞানিক কৌতূহল থেকেই শুরু৷ পিঅইচডি থিসিসের জন্য বিষয় হিসেবে ন্যানো উপকরণ বেছে নিয়েছিলাম৷ তারপর বুঝলাম, এর বিপুল সম্ভাবনা রয়েছে৷''

আরুশা শহরে নেলসন ম্যান্ডেলা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আসকোয়ার হিলোঙ্গা ন্যানো উপকরণ তৈরি করেন৷ আট বছর ধরে তিনি বিষয়টি নিয়ে গবেষণা করছেন – প্রথমে দক্ষিণ কোরিয়ায় পিএইচডি করার সময়ে, তারপর নিজের দেশ তানজানিয়ায়৷ ন্যানো ফিল্টার তৈরি করে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন৷ তরুণ গবেষকদের কাছে আদর্শ হয়ে উঠেছেন তিনি৷ হিলোঙ্গা বলেন, ‘‘নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক ক্ষেত্রে কিছু সৃষ্টি করে সেই উদ্ভাবন দিয়ে বাস্তব জগতের কোনো সমস্যা সমাধানের মূল্য তাঁরা বুঝতে পারছেন৷''

আরুশা শহরে বাস্তব সমস্যা খুবই স্পষ্ট৷ মানুষ নদী ও কুয়া থেকে পানি সংগ্রহ করে৷ প্রায়ই সেই পানিতে জীবাণু পাওয়া যায়৷ তানজানিয়ায় যে সব শিশুর মৃত্যু হয়, তাদের মধ্যে ৯০ শতাংশর ক্ষেত্রে এটাই মূল কারণ৷ তাছাড়া সেই অঞ্চলের পানিতে প্রায়ই অনেক ফ্লুয়োরাইড থাকে৷ ফলে দাঁত ও হাড়ের ক্ষতি হয়৷ ন্যানো ফিল্টার পানিতে ক্ষতিকারক পদার্থ ছেঁকে নিতে পারে৷

আসকোয়ার হিলোঙ্গা এক গ্রাহকের কাছে যাচ্ছেন৷ তিনি পানির ফিল্টার বিক্রি করতে এক কোম্পানি পত্তন করেছেন৷ ফিল্টারের মূল্য ১৩০ ডলারের মতো৷ কিন্তু এই মূল্য তানজানিয়ার বেশিরভাগ মানুষের সাধ্যের বাইরে৷ আসকোয়ার হিলোঙ্গা তাই এই ফিল্টার এমন সব জায়গায় ভাড়া দিচ্ছেন, যেখানে অনেক মানুষ তার সুফল পেতে পারে৷ যেমন ওষুধের দোকান৷ মালিক দিনে ১,০০০ শিলিং ভাড়া দেন, যা মাত্র ৫০ সেন্টের সমান৷ এর বদলে আসকোয়ার হিলোঙ্গা ফিল্টারের রক্ষণাবেক্ষণ করেন এবং অনেক ব্যবহারের পর ফিল্টার বদলে দেন৷

বিজ্ঞানী হিসেবে তিনি পরিষ্কার পানি দিতে বদ্ধপরিকর৷ এভাবে আন্ত্রিক রোগ, টাইফয়েড, কলেরার মতো রোগ প্রতিরোধ করা সম্ভব৷ হিলোঙ্গা বলেন, ‘‘এটা একবিংশ শতাব্দী৷ এ সব পুরানো আমালের রোগ৷ এই সমস্যার সমাধান আমাদের সাধ্যের মধ্যেই রয়েছে৷ সমাধান থাকা সত্ত্বেও কিছু না করলে আমার রাগ হয়৷''

তবে ধৈর্যের প্রয়োজন রয়েছে৷ সবার আগে ন্যানো ফিল্টার গ্রহণ করতে হবে৷ ২০১৫ সালের অক্টোবর মাস থেকে এই ওষুধের দোকান সামান্য মূল্যে পরিষ্কার পানি দিচ্ছে৷ ২০১৬ সাল শেষ হওয়ার আগেই কয়েক হাজার পাবলিক ওয়াটার স্টেশন গড়ে তোলার লক্ষ্য স্থির করা হয়েছে৷

মাবেল গুন্ডলাখ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান