1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাত্র বিবেক ওবেরয়, পাত্রী প্রিয়াঙ্কা

২০ অক্টোবর ২০১০

না, প্রিয়াঙ্কা চোপড়া নয় – কর্ণাটকের মেয়ে প্রিয়াঙ্কা আলভা চলচ্চিত্রের সঙ্গে কোনভাবেই যুক্ত নয়৷ ব্যাঙ্গালোরে এসে ‘রথ দেখা আর কলা বেচা’ সারছেন বিবেক৷

https://p.dw.com/p/PiMg
Bollywood, actor, Vivek, Oberoi, বিবেক, ওবেরয়
বিবেক ওবেরয় (ফাইল ছবি)ছবি: AP

ছবির নাম ‘রক্ত চরিত্র'৷ পরিচালক রাম গোপাল বর্মা৷ ২২শে অক্টোবর মুক্তি পাবে৷ অভিনেতা বিবেক ওবেরয় এই ছবির প্রচারের কাজে ব্যাঙ্গালোরে এসেছেন৷ ছবিটি চলবে তো? এ নিয়ে চিন্তা তো আছেই৷ কিন্তু অন্যদিকে বিয়েটাও সেরে ফেলতে চান তিনি৷ তার উত্তেজনাও কম নয়৷ অনেকেই তাঁকে মনে করিয়ে দিচ্ছেন, ‘‘আপনি তো কর্ণাটক রাজ্যের জামাই হতে চলেছেন!''

৩৪ বছরের বলিউড অভিনেতার জীবনে কম নারী আসে নি৷ কিন্তু কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায় নি৷ এবার প্রিয়াঙ্কা আলভা বিবেকের ব্যাচেলার জীবনে ইতি টানতে চলেছেন৷ প্রিয়াঙ্কার মা নন্দিনী আলভা নর্তকী হিসেবে খ্যাতি অর্জন করেছেন, প্রয়াত বাবা জীবরাজ আলভা ছিলেন জনতা দলের নেতা৷ প্রিয়াঙ্কাও নাচে পারদর্শী, নিউ ইয়র্কের এক নামী নাচের স্কুলের ছাত্রী ছিলেন৷

বিয়ে এবং নতুন ছবির মুক্তি – দুটি ক্ষেত্রেই সাফল্যের আশা করছেন বিবেক ওবেরয়৷ অক্টোবর মাসটা তাঁর জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে, এবিষয়ে কোনো সন্দেহ নেই৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই