পাঠকের মতামত | পাঠক ভাবনা | DW | 05.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পাঠকের মতামত

নতুন দিল্লী থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফর, পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলন, ইউরোপের অর্থনীতির খবর, ইউরোপের অর্থনীতি সাম্প্রতিক পরিস্থিতি জানতে পারছি...

পাঠকের মতামত...ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ২০১৩ সালের মে মাসের জাপান সফর, ২০১৪ এর জানুয়ারি মাসে জাপানের প্রধান মন্ত্রী শিনজো আবের ভারত সফর পরবর্তী মোদীর এই বারের জাপান সফর ভারত-জাপান দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ ভালো লাগলো ‘‘পা সুন্দর রাখার নানা উপায়'' এবং মায়ের দুধের নানা গুণ'' নিয়ে বিস্তারিত তথ্য সহ ছবিঘরের সুন্দর উপস্থাপনা৷ তবে খেলার পাতার ছবিঘর কিন্তু বেশ অনেক দিন ধরেই দেখা যাচ্ছে, নতুন কিছু তুলে ধরা যায় না কি? ভালো লাগলো বাংলাদেশের ‘ভিমরুলি ভাসমান বাজার' সম্পর্কে না জানা তথ্য জানতে পেরে৷ শুভেচ্ছা রইলো, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷

পরের ই-মেলটি এমএ বারিকের৷ তিনি লিখেছেন, ‘‘নির্বাচনে জিততে বছরে ১৫টি করে সন্তান চাই' শিরোনামে ডয়চে ভেলের প্রতিবেদন পড়ে আমি অনেক মজা পেয়েছি৷ কী অবাস্তব কল্পনা! শিগেতা এমন চিন্তা ভাবনা করেছেন যা কি বাস্তবে সম্ভব হবে? তাছাড়া ‘অর্থনৈতিক সংকট কাটাতে ইইউ নেতাদের বৈঠক' শিরোনামে প্রতিবেদনটিও আমার বেশ ভালোই লেগেছে৷ ‘মোদীর জাপান সফরে নিবিড় হলো অর্থনৈতিক বন্ধন' এবং ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার ‘ভিমরুলি ভাসমান হাট' ‘দ্বিতীয় মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ' এবং ‘ বিমানের শব্দ হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য হুমকি' – এ সব প্রতিবেদনগুলোতে অনেক তথ্য ছিলো৷ তাই আমার প্রিয় ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাই৷'' এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া৷

-ধন্যবাদ দু'জনকেই৷ সপ্তাহান্ত সকলের ভালো কাটুক – কামনা করছি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন