1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান জামায়াতের ফেসবুক পাতায় নিজামী

১১ মে ২০১৬

যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে৷ এর প্রতিবাদে পাকিস্তান জামায়াতের ফেসবুক পাতার কাভার ও প্রোফাইলে নিজামীর ছবি দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/1IlUy
পাকিস্তান জামায়াতের ফেসবুক পাতার স্ক্রিনশট
ছবি: Facebook/Jamaat-e-Islami Pakistan

প্রোফাইল ছবিতে নিজামীর ছবির উপর ‘উইআরনিজামী' হ্যাশট্যাগ (#WeAreNizami) লেখা হয়েছে৷ নিজামীকে নিয়ে বেশকিছু পোস্টও দিয়েছে পাকিস্তান জামায়াত ৷ উল্লেখ্য, পাকিস্তান ও সে দেশের দল জামায়াত অনেক দিন ধরেই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের ফাঁসি না দেয়ার আহ্বান জানিয়ে আসছে৷

এদিকে, টুইটারে একই হ্যাশট্যাগ ব্যবহার করে পাকিস্তানের অনেকেই ফাঁসি কার্যকরের প্রতিবাদ জানিয়েছেন৷ ফলে কিছু সময়ের জন্য হ্যাশট্যাগটি পাকিস্তানে ট্রেন্ড করেছে৷

শুধু পাকিস্তান নয়, তুরস্কেও নিজামীর ফাঁসির বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে৷ রাজধানী আংকারায় বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদের ছবি শেয়ার করেছেন কেউ কেউ৷ এছাড়া শেয়ার হয়েছে জানাজার ছবিও৷

পাকিস্তানের মতো তুরস্কও এর আগে বাংলাদেশকে নিজামীর ফাঁসি কার্যকর না করার আহ্বান জানিয়েছিল৷ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান শুক্রবার বলেছিলেন , তাঁর বিশ্বাস নিজামীর কোনো অপরাধ নেই৷

পাকিস্তান ও তুরস্কে নিজামীকে নিয়ে এমন প্রতিবাদের প্রেক্ষিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানতে চেয়েছেন, তাহলে কি তাঁরা ৩০ লক্ষ মানুষ মেরে ফেলা সমর্থন করছেন?

ঐ দুই দেশের এমন আচরণের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের এক টুইটার ব্যবহারকারী৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য