1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন

৫ এপ্রিল ২০১১

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একদিনের সফরে মঙ্গলবার পাকিস্তানে পৌঁছেছেন৷ তাঁর এই সফরের লক্ষ্য দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন৷ সন্ত্রাসবাদ বিরোধী লড়াই এবং আফগানিস্তানের ব্যাপারে সহযোগিতার প্রশ্নে উন্নয়ন ঘটাতে চান

https://p.dw.com/p/10nYR
David Cameron
পাকিস্তান সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনছবি: AP

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে ইসলামাবাদে বৈঠক করছেন৷ ২০১০ সালের জুলাই মাসে ভারত সফরের সময় ক্যামেরন মন্তব্য করেছিলেন, ‘‘পাকিস্তানকে সন্ত্রাসবাদের উভয়দিকে বিচরণ করার অনুমতি দেওয়া উচিৎ নয়৷'' তাঁর ঐ বিতর্কিত মন্তব্যের পর থেকেই দু'দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়৷ মঙ্গলবারে ক্যামেরন তাঁর ভাষণে বলবেন, ‘‘চলুন আজ থেকে আমরা আমাদের সম্পর্ক আবারো নতুন করে শুরু করি৷'' ইসলামাবাদে পৌঁছানোর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয় এই কথা৷

Flash-Galerie Wahl in Großbritannien David Cameron
‘চলুন আমরা অতিতের ভুল বুঝাবুঝি দূর করে বর্তমান পরিস্থিতির মোকাবিলা করি, চলুন পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আগামীর দিকে চোখ ফেরাই আমরা’ : ক্যামেরনছবি: picture-alliance/dpa

শোনা যাচ্ছে ক্যামেরনের বক্তব্যে আজ আরো থাকবে ব্রিটেন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক এবং ব্রিটিশ ও পাকিস্তানিদের মধ্যকার সম্পর্কের নতুন পদক্ষেপ নেওয়ার বিষয়টি৷ ক্যামেরন বলবেন, ‘‘চলুন আমরা অতিতের ভুল বুঝাবুঝি দূর করে বর্তমান পরিস্থিতির মোকাবিলা করি, চলুন পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আগামীর দিকে চোখ ফেরাই আমরা৷''

পাকিস্তানের ব্রিটিশ দূতাবাস মঙ্গলবার ভোরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইসলামাবাদে পৌঁছানোর কথা নিশ্চিত করেছে৷ পাকিস্তান টেলিভিশনের খবরে বলা হয়েছে যে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই রাজধানীর প্রখ্যাত ফয়সাল মসজিদ পরিদর্শন করেছেন৷

উল্লেখ্য, পাকিস্তানের এক বিশাল জনগোষ্ঠি ব্রিটেনে বাস করে এবং সেখানকার কয়েকটি সন্ত্রাসী পরিকল্পনায় পাকিস্তান বংশোদ্ভূত স্থানীয় চরমপন্থীদের হাত ছিল বলে চিহ্নিত করা হয়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ