1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের বন্যার জন্য মানুষও দায়ী!

৫ সেপ্টেম্বর ২০১০

বন্যা প্রাকৃতিক দুর্যোগ৷ কিন্তু পাকিস্তানের বন্যার পেছনে মানুষের করা কিছু কাজকেও দায়ী করা হচ্ছে৷ যেমন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপিতে কাজ করেন সালিম উল্লাহ৷

https://p.dw.com/p/P4UQ
সালিমউল্লাহ,দুর্যোগ, ডয়চে ভেলে,Pakistan, Flood, Deutsche Welle, Responsibility, Calamity, Disaster, Climate
এই ভয়াবহ দুর্যোগের দায় মানুষেরও কিছুটাছবি: AP

পাকিস্তানে বন্যার যে ভয়াবহতা, সেটার জন্য মানুষের করা কিছু কিছু কাজ দায়ী৷ এবং তার পরিমাণ শতকরা প্রায় বিশ-ত্রিশ ভাগ৷ মন্তব্য সালিম উল্লাহের৷

কিন্তু সেটাইবা কম কী? বিশেষজ্ঞরা বলছেন, নব্বইয়ের দশক থেকে পাকিস্তানে চলছে গাছ কাটা অর্থাৎ বন উজাড়৷ অবস্থা এমন যে, বর্তমানে পাকিস্তানে বনাঞ্চলের পরিমাণ শতকরা মাত্র পাঁচ ভাগ৷ কিন্তু এই গাছ কাটা কীভাবে বন্যার ভয়াবহতাকে আরও বাড়িয়ে দিয়েছে, সে বিষয়টি ডয়চে ভেলেকে জানিয়েছেন পাকিস্তানের পরিবেশ সাংবাদিক রিনা সাঈদ খান৷ তিনি বলেন, ‘‘গাছ কাটার পর সেই গাছের গুঁড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়ার জন্য নদীকে ব্যবহার করা হয়৷ তাই বন্যার সময় নদীর পানির তোড়ে যখন সব ভেসে যাচ্ছিল, তখন এই গুঁড়িগুলোই কাজ করেছে পানির মিসাইল হিসেবে৷ অর্থাৎ এই গুঁড়িগুলোর আঘাতেই মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি ভেঙে পড়েছে৷''

এবারের বন্যায় সিন্ধু নদের নাম বেশ ছড়িয়ে পড়েছে৷ যে নদের ধারে একসময় ছিল বহু গাছের সারি৷ কিন্তু সেখানকার মাটি উর্বর হওয়ায় ভাল ফসল ফলানোর আশায় কৃষকরা কেটে ফেলেছেন সেই গাছগুলো৷ এছাড়া করেছেন নদী দখল৷ অর্থাৎ কমে গিয়েছে নদীর প্রশস্ততা৷ তাইতো অধিক পানি ধরে রাখার ব্যবস্থা নেই এখন৷ ফলে যা হবার তাই হয়েছে৷ বন্যার পানিতে ছয়লাপ হয়ে গেছে এলাকার পর এলাকা৷ সাংবাদিক রিনা খান এজন্য অবশ্য সরকারকে দায়ী করেছেন৷ কারণ নদীর ধারের জমিগুলো মানুষের কাছে বিক্রি করেছে সরকারই৷

কিন্তু এবারই তো শেষ নয়৷ জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরণের বন্যার আশঙ্কা রয়েছে ভবিষ্যতেও৷ তাই এবারের বন্যা থেকে কিছু বিষয়ে শেখার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা৷ তাঁরা বলছেন বেশি করে গাছ লাগাতে৷ এবং সিন্ধু নদের আশেপাশে থাকা জমি ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হতে৷ এছাড়া বন্যা সতর্কীকরণ ব্যবস্থা আরও উন্নত করার ওপরও জোর দেয়া হয়েছে৷ আর ইউএনডিপির কর্মকর্তা সালিম উল্লাহ পরামর্শ দিয়েছেন ছোট ছোট আরও বাঁধ নির্মাণের ওপর৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন