1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের পেশাওয়ারে গাড়ি বোমা হামলা: ৯ জন নিহত

২ ফেব্রুয়ারি ২০১১

পাকিস্তানের পেশাওয়ার শহরে বুধবারে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছে৷ পুলিশ স্টেশনের কাছে একটি বাজারে বোমাটি বিস্ফোরিত হয়৷ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পেশাওয়ারে এটি পঞ্চম বিস্ফোরণ৷

https://p.dw.com/p/108vz
আবার বোমা হামলা পেশাওয়ারেছবি: picture-alliance/ dpa

উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত ঐ শহরে দিনের কাজ শুরুর সময়ে এই বিস্ফোরণে দোকানপাট এবং যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে৷ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ইজাজ খান সাংবাদিকদের বলেছেন, ‘‘এটি ছিল একটি টাইম বোমা৷ আর হামলার লক্ষ্য ছিল পুলিশ৷ হামলাকারী ব্যস্ত সময়ে গাড়ি বোমাটি পার্ক করে রেখেছিল৷'' বুধবারের এই হামলায় আরো অন্তত একুশ জন আহত হয়েছেন৷

পাকিস্তানের আইন শৃঙ্খলাবিহীন উপজাতীয় অঞ্চলে পেশাওয়ায়ারের অবস্থান৷ এই অঞ্চলটি ওয়াশিংটনের কাছে আলকায়েদার সদরদপ্তর হিসেবে বিবেচিত৷ ইসলামি জঙ্গিদের লক্ষ্য করে সেখানে মার্কিন চালকবিহীন বিমান হামলা চালানো হয়ে থাকে৷ গত নয় বছর ধরে প্রতিবেশী দেশ আফগানিস্তানে লড়াইরত জঙ্গিরা সেখান থেকে কর্মতৎপরতা চালিয়ে আসছে বলে ধারণা করা হয়৷

২০০৭ সালের জুলাই মাসে ইসলামাবাদ মসজিদ থেকে সরকারি সৈন্যরা ইসলামি জঙ্গিদের উৎখাত করার পর থেকে পাকিস্তানে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে আলকায়েদা সমর্থিত জঙ্গিরা৷ এই পর্যন্ত এইসব হামলায় প্রাণ হারিয়েছে চার সহস্রাধিক মানুষ৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়