1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

২ মে ২০১০

ব্যাটসম্যানদের ব্যর্থতায় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারল না বাংলাদেশ৷ ম্যাচটি তারা হেরে গেছে ২১ রানে৷

https://p.dw.com/p/NCNa
আউট হয়ে ফিরছেন আশরাফুল (ফাইল ফটো)ছবি: AP

টুর্নামেন্ট শুরুর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারানোর আশাবাদ শুনিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান৷ শনিবার গ্রুপ এ-র ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তাঁকে প্রায় একাই লড়তে হয়েছে৷ সঙ্গে অবশ্য ছিলেন মোহাম্মদ আশরাফুল৷ কিন্তু বাকিদের ব্যর্থতার কারণে পরাজয় দিয়েই টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে হল টাইগার বাহিনীকে৷ ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংএর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি৷ পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল ও সালমান বাটের কাছে প্রায় অসহায় মনে হয়েছে বাংলাদেশের বোলারদের৷ ১৬তম ওভারে ১৪২ রানে এই উদ্বোধনী জুটি ভাঙ্গেন সাকিব আল হাসান৷ এরপর আফ্রিদিকেও ফেরান তিনি৷ কিন্তু তার আগেই আকমল এবং বাটের কারণে বেশ ভালো একটা অবস্থানে চলে যায় পাকিস্তান৷ নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে তারা করে ১৭২ রান৷

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন ইমরুল কায়েস, ৩১ রানের মাথায় তামিম ইকবাল৷ এরপর তৃতীয় উইকেট জুটিতে যতক্ষণ আশরাফুল এবং সাকিব ক্রিজে ছিলেন ততক্ষণ মনে হচ্ছিল ম্যাচটি বাংলাদেশের পক্ষে৷ কিন্তু ১৬ তম ওভারে ১২২ রানের মাথায় আউট হয়ে যান সাকিব৷ এরপর একের পর এক উইকেট পড়তে থাকে৷ শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫১ রান তুলতে সমর্থ হয় সাকিব বাহিনী৷ দলের পক্ষে সর্বোচ্চ রান আসে আশরাফুলের ব্যাট থেকে৷ তিনি করেন ৬৫ রান, আর সাকিব করেন ৪৭ রান৷ মাত্র ৪৬ বলে ৭৩ রান করায় ম্যান অফ দ্য ম্যাচ হন পাকিস্তানের সালমান বাট৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই