1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ নিয়ে উপন্যাস সাড়া ফেলেছে

অগ্নিদ্বীপ মুখোপাধ্যায় কলকাতা
২২ নভেম্বর ২০২১

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ডাঁশপাড়া গ্রামের ইসমাইল দরবেশের পারিবারিক পেশা পোষাক নির্মাণ৷ ইসমাইলের সাহিত্যে অনুরাগও পরিবারসূত্রেই প্রাপ্ত৷ পাঠক হিসেবে, পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পড়তে পড়তে, ইসমাইলকে ক্রমশই পেয়ে বসেছিল এক অপূর্ণতাবোধ৷

https://p.dw.com/p/43Kgr

তিনি উপলব্ধি করছিলেন যে এই রাজ্যের মুসলিম জনসমাজের চারিত্রিক ব্যাপ্তি এখানকার বাংলা সাহিত্যে যথাযথ প্রতিফলিত হচ্ছে না৷ এই অভাববোধের তাড়নায় ইসমাইল নিজেই ফেসবুকে একটি উপন্যাস লেখা শুরু করেন৷ লেখার মান ও জনপ্রিয়তা দেখে অভিযান প্রকাশনা উপন্যাসটি ‘তালাশনামা’ নামে বই আকারে ছেপে বের করে৷ বর্তমানে তালাশনামার প্রথম সংস্করণ প্রায় শেষ তো বটেই, অনুবাদক ভি. রামস্বামী বইটির ইংরাজি ভাষান্তরও করছেন৷ অনূদিত বইটি প্রকাশ করবে হার্পার কলিন্স প্রকাশনা সংস্থা৷