1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ছাত্রদের মতামত নেওয়া উচিত’

২৮ আগস্ট ২০১২

মেডিকেল ভর্তি পরীক্ষার পদ্ধতি পরিবর্তনের আগে ছাত্র অভিভাবকদের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিলো বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী৷

https://p.dw.com/p/15xY9
ছবি: DW

ড. আজাদ চৌধুরী বলেন, ‘‘মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করা হয়েছিলো একটি মহৎ উদ্দেশ্য নিয়ে৷ কারণ ভর্তি পরীক্ষায় অনেক রকম সমস্যা হয়, যেমন আঞ্চলিক ও রাজনৈতিক প্রভাব কিংবা পক্ষপাতিত্ব হয়ে থাকতে পারে৷ এই সম্ভাবনা দূর করার জন্যই নতুন পদ্ধতিতে কেবল এসএসসি ও এইচএসসি তে পাওয়া মার্কের ওপর ভিত্তি করে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো৷ তবে এটা দেখা উচিত ছিলো ছাত্ররা কীভাবে এই পদ্ধতিকে গ্রহণ করে৷ কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রথমবার সুযোগ না পেয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছে৷ এছাড়া ঢাকা বোর্ডের জিপিএ ফাইভ আর দেশের অন্যান্য বোর্ডের জিপিএ ফাইভ যে একই মানের তা কিন্তু বলা যায় না৷'' এই কারণে দেশের শিক্ষা ব্যবস্থায় একটি অভিন্ন মান নিশ্চিত করার পরই এই ধরণের পদ্ধতি কার্যকর উচিত হবে বলে মনে করেন অধ্যাপক এ কে আজাদ চৌধুরী৷

Interview Prof. A K Azad Chowdhury - MP3-Mono

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বর্তমান অস্থিরতা সম্পর্কে ইউজিসির করণীয় কিছু আছে কিনা তা জানতে চাইলে দেশের অন্যতম এই শিক্ষাবিদ বলেন, ‘‘মঞ্জুরি কমিশনের আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, তবে কোন অনিয়মের অভিযোগ আসলে সেটা তদন্ত করে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করতে পারি৷'' বুয়েট নিয়ে সরকার ও মঞ্জুরি কমিশন একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছে বলে আশ্বস্ত করেন ড. এ কে আজাদ চৌধুরী৷

সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য