1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগকে জিয়াই বৈধতা দিয়েছেন’

১ সেপ্টেম্বর ২০১০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার৷ এ উপলক্ষে দলীয় নেতা-কর্মীরা সকালে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান৷

https://p.dw.com/p/P1oE
বিএনপির প্রধান কার্যালয়ছবি: Mustafiz Mamun

এসময় দলের মহাসচিব দাবি করে বলেন, পঁচাত্তর পরবর্তীতে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান৷

৭৫-এর ১৫ আগষ্ট পট পরিবর্তনের কয়েক মাস পর সামরিক শাসক হিসেবে দেশের দায়িত্বভার নেন জেনারেল জিয়াউর রহমান৷ এরপর ১৯৭৮ সালের এই দিনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি৷ সামরিক পোশাক ছেড়ে হয়ে ওঠেন রাজনীতিবীদ৷ তিনি বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং সংবিধানে সংযুক্ত করেন বিসমিল্লাহির রহমানির রাহিম৷ এক সামরিক অভ্যুত্থানে ১৯৮১ সালে জিয়া নিহত হন৷ তারপরও কিছুদিন তার প্রতিষ্ঠিত বিএনপি ক্ষমতায় ছিল৷ এরপর ১৯৯০ সালে এরশাদের সামরিক শাসনের অবসান হলে বিএনপি আরো ৩ বার ক্ষমতায় আসে৷ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপি এখন দেশের প্রধান বিরোধী দল৷

বুধবার সকালে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা দিনের কর্মসূচি৷ দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পার্ঘ দেন প্রতিষ্ঠাতার মাজারে৷ পরে সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে দেশে আসতে বাধা দেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য নাকচ করেন বিএনপি মহাসচিব৷ তিনি বলেন, ৭৫ পরবর্তী আওয়ামী লীগকে জিয়াউর রহমানই বৈধতা দিয়েছেন৷

বর্তমান সরকার গণতন্ত্রের মুখোশ পরে জনগণকে গণতন্ত্রের বাণী শুনিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছে, এমন অভিযোগও করেন বিএনপি মহাসচিব৷

বর্তমান সরকার দেশবাসীর কাছে জনপ্রিয়তা হারিয়েছে এমন দাবি করে খোন্দকার দেলোয়ার বলেন, এই সরকারকে আন্দোলন আর সংগ্রামের মাধ্যমে ব্যর্থ করে দিয়ে আবারও ক্ষমতায় আসবে বিএনপি৷ তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান দলীয় নেতাকর্মীদের৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক