1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালে সার্ক সম্মেলন শুরু

২৬ নভেম্বর ২০১৪

ভারত এবং পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় নেতারা কাঠমান্ডুতে জড়ো হয়েছেন৷ বিশ্বের এক-পঞ্চমাংশের বেশি মানুষের আবাসস্থল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধিই সম্মেলনের লক্ষ্য৷

https://p.dw.com/p/1DtuM
SAARC Gipfel in Kathmandu Nepal - Empfang Sheikh Hasina 25.11.2014
ছবি: Reuters/Navesh Chitrakar

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর শীর্ষ সম্মেলন সর্বশেষ হয়েছিল ২০১১ সালে৷ মূলত প্রতিবছর এই সম্মেলন আয়োজন করার কথা থাকলেও প্রায়ই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দিন-তারিখ নিয়ে মতপার্থক্য থাকায় দেরি হয়৷ এবার তাই তিন বছর পর কাঠমান্ডুতে আয়োজন করা হলো এই সম্মেলনের৷

দুই দিনের সম্মেলনের শুরুর দিন বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মতপার্থক্য সরিয়ে যৌথ সমৃদ্ধির পথে আসতে সার্ক জোটের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, ‘‘এ অঞ্চলের মানুষের মঙ্গলের জন্য অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিন দশক আগে সার্কের সূচনা হয়েছিল৷ কিন্তু পেছনে ফিরে তাকালে মনে হতে পারে, প্রত্যাশা ও সম্ভাবনার তুলনায় এ জোটের প্রাপ্তি অনেকটাই ম্লান৷

SAARC Gipfel in Kathmandu Nepal Empfang Nawaz Sharif 26.11.2014
তিন বছর পর কাঠমান্ডুতে আয়োজন করা হলো এই সম্মেলনেরছবি: Reuters/Adnan Abidi

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রকাশ করেছেন৷ কাঠমান্ডুতে হাসিনা বলেছেন, ‘‘সব মতপার্থক্য দূরে ঠেলে আমাদের এগিয়ে আসতে হবে এবং এ অঞ্চলের মানুষের সত্যিকারের অগ্রগতির জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে৷ সার্ক এবং তার কর্মকাণ্ডকে গতিশীল করতে এখন আমাদের বস্তুনিষ্ঠ পর্যালোচনা ও খোলাখুলি আলোচনা প্রয়োজন৷''

এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘ বৈরি সম্পর্কে প্রভাব পড়েছে সার্ক সম্মেলনেও৷ ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান বাদে সার্কের অন্যান্য সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করছেন৷ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক না করার কারণ হিসেবে ভারতীয় কর্মকর্তারা বলেছেন, পাকিস্তান এ সংক্রান্ত কোনো অনুরোধ করেনি৷

তবে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে চলতি বছরের শুরুর দিকে একটি বৈঠক উচ্চপর্যায়ের বৈঠক বাতিল করেছে ভারত৷ তাই নতুন করে বৈঠক করতে চাইলে তাদেরই এগিয়ে আসতে হবে৷ কেননা ‘বল এখন ভারতের কোর্টে৷'

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহায়তা বাড়াতে ১৯৮৫ সালে সার্কের যাত্রা শুরু হয়৷ বর্তমানে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই জোটের সদস্য৷

এআই/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য