1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেদারল্যান্ডসের কাছেও হারল বাংলাদেশ

২১ জুলাই ২০১০

ক্রিকেটে উত্থান-পতন বেশ দ্রুত দেখাচ্ছে বাংলাদেশ দল৷ ইংল্যান্ডের কাছে হারতো পরের ম্যাচে জয়, আবার হার৷ এরপর আয়ারল্যান্ডের সঙ্গে হারজিতের সমন্বয়৷ শেষমেষ নেদারল্যান্ডসের কাছেও পরাজয় স্বীকার করলো টাইগাররা৷

https://p.dw.com/p/OQPv
মঙ্গলবারের ম্যাচে তামিম ইকবাল এর সংগ্রহ ২ রান (ফাইল ফটো)ছবি: AP

মঙ্গলবার গ্লাসগোতে বৃষ্টির কারণে খেলা শুরু হয় খানিকটা দেরিতে৷ সময় স্বল্পতার কারণে ৩০ ওভারে নামিয়ে আনা হয় ব্যাটিং৷ শুরুতে ব্যাট হাতে মাঠে নামে বাংলাদেশ দল৷ ৩০ ওভারে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৯ রান৷ দলীয় ১৩ রানেই ওপেনার তামিম ইকবাল আউট হলেও রানের ধারা অব্যাহত রাখে টাইগাররা৷ আর তাতে সহায়তা করেন ইমরুল কায়েস, সংগ্রহ ৫৩ রান৷ তবে, মাত্র ১৯ বলে ৩১ রান করে চমক দেখান জুনায়েদ সিদ্দিকী৷

নেদারল্যান্ডসের সফল বোলার ছিলেন পেটার বোরেন৷ ৬ ওভারে ৩০ রান দিয়ে তিনি তুলে নেন ইমরুল কায়েস, জহিরুল ইসলাম এবং মুশফিকুর রহিম এর উইকেট৷

ব্যাট হাতে ডাচরা অবশ্য শুরুতেই চমক দেখায়৷ ওভারপ্রতি সাড়ে ছয়ের ওপরে রান তোলার লক্ষ্য নিয়ে খেলতে নামা সেদল ৮ ওভারে তোলে ৬১ রান৷ এবং সেটা কোন উইকেট না হারিয়েই৷ উদ্বোধনী ব্যাটসম্যান এরিক শোয়ার্জিনস্কি মাত্র ৫৪ বল খেলে ৬৭ রান করেন৷ এরপর অবশ্য টাইগাররা পরপর কয়েকটি উইকেট তুলে নিলেও শেষ রক্ষা হয়নি৷ পঞ্চম উইকেট জুটিতে বারেসি আর বাস জুইডারেন্টের ৯৬ রানের হার না মানা জুটি নেদারল্যান্ডসকে জয়ের মুখ দেখায়৷ সাত বল বাকি থাকতেই ক্রিকেটে বড় এই জয় পায় ডাচরা৷

টাইগারদের সেরা বোলার বলতে সাকিব আল হাসান আর নাজমুল হোসেন৷ দু'জনের সংগ্রহ ২ উইকেট করে৷

এদিকে, হল্যান্ডের কাছে বাংলাদেশের পরাজয়ের খবরে হতাশা প্রকাশ করেছে বাংলা ব্লগাররা৷ ব্লগার হরিসূদনের জিজ্ঞাসা, আগে নাকি আশরাফুল দলে থাকলেই বাংলাদেশ হারত, কিন্তু এখন তিনি দলে না থাকা সত্ত্বেও বাংলাদেশ হারছে কেন? অপর ব্লগার শাকিল-এর কথায়, হায় বাংলাদেশ!!! ইংল্যান্ডের সাথে জেতে আর নেদারল্যান্ডসের কাছে হারে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই