1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেতা-কর্মীদের ভেবেচিন্তে কাজ করতে বললেন আশরাফুল

৭ নভেম্বর ২০১০

দলীয় কর্মীদের ভেবেচিন্তে কাজ করার পরামর্শ দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক৷ এসএসসিতে বেশি টাকা আদায় আর ঈদের বোনাসের জন্য মন্ত্রীর নির্বন্ধ৷ আজকের পত্রপত্রিকার বিশেষ বিষয়আশয়৷

https://p.dw.com/p/Q0ho
আওয়ামী লীগের বিজয় উচ্ছাস (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

দলীয় নেতা ও কর্মীদের ভেবেচিন্তে কাজ করতে বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। কেননা আগামী নির্বাচনে দলীয় কর্মকাণ্ডেরও প্রভাব পড়বে৷ নেতা-কর্মীদের প্রতি শনিবার এক কর্মশালায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, "শুধু সরকারের কর্মকাণ্ডে নির্বাচনের জয়-পরাজয় নির্ধারিত হয় না৷ দলীয় কর্মকাণ্ডের মাধ্যমেও আগামী নির্বাচনে আমাদের ভাগ্য নির্ধারিত হবে৷" আওয়ামী লীগের জেলা পর্যায়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের দু'দিনব্যাপী কর্মশালায় সমাপনী ওই বক্তব্যে আশরাফ দাবি করেন, সরকার সঠিক পথে যাচ্ছে৷ নেতা-কর্মীদের হতাশ বা আত্মহারা না হতে আহবান জানিয়ে তিনি বলেন, "সঠিক পথে যাচ্ছি৷ নেতা-কর্মীরা যেন এই পথ থেকে বিচ্যুত না হয় স্থানীয় নেতাদের সেটা নিশ্চিত করতে হবে।"

এসএসসিতে বেশি টাকা আদায়ের অভিযোগ

আসন্ন এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের ক্ষেত্রে রাজধানীসহ দেশের অন্যান্য স্থানের বিভিন্ন স্কুলে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে৷ বোর্ড ও কেন্দ্র ফি যেখানে সরকার সর্বোচ্চ এক হাজার ১৪০ টাকা নির্ধারণ করে দিয়েছে, সেখানে বিভিন্ন ফি'র নামে নানা ছুতোয় দুই হাজার ১০০ থেকে শুরু করে কোনো কোনো স্কুলে আট হাজারেরও বেশি টাকা নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে৷ অনেক স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং, সেশন ফি ইত্যাদির নামে বাড়তি ফি নেওয়া হচ্ছে৷ অথচ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্কুলে কোনো শিক্ষার্থীর জন্য কোচিং বাধ্যতামূলক করা যাবে না৷ এভাবে অতিরিক্ত টাকা নেওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও অনেকে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নীরবে তা সহ্য করছেন৷ তবে অভিভাবক নেতারা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন৷
সামর্থ্য অনুযায়ী ঈদের বোনাস দিন : শ্রমমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বোনাস নিয়ে তৈরি পোশাক শ্রমিক ও মালিকরা পরস্পরবিরোধী অবস্থান নিয়েছেন৷ মালিকরা পুরনো মজুরি কাঠামো অনুযায়ী বোনাস দিতে রাজি থাকলেও শ্রমিকরা নতুন কাঠামোর আওতায় বোনাস দাবি করছেন৷ এ নিয়ে শ্রমমন্ত্রীর একটি বক্তব্যে এই বিতর্ক নতুন মাত্রা পায়৷ তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নেতারা এখন বলছেন, বেতন কাঠামোতে বোনাসের কোনো দিকনির্দেশনা নেই৷ সামর্থ্য অনুযায়ী তাঁরা আগের মতো বোনাস দেবেন, কিন্তু এটি মানতে রাজি নন শ্রমিকরা৷ এ নিয়ে বিভিন্ন স্থানে অসন্তোষও দেখা দিয়েছে৷ এরই মধ্যে শ্রমমন্ত্রীও তাঁর আগের অবস্থান থেকে সরে এসেছেন, শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল শনিবার কালের কণ্ঠকে বলেন, 'শ্রম আইনে বোনাস সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু উল্লেখ নেই৷ তবে শ্রমিকরা যাতে আনন্দঘন পরিবেশে ঈদ করতে পারেন সে জন্য মালিকদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী বোনাস দেওয়ার অনুরোধ করা হয়েছে৷'

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী