1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন সম্পর্কে বিএনপি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ অক্টোবর ২০১৩

শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় বাংলাদেশের রাজনীতি, তা সোমবার বিকেল নাগাদ স্পষ্ট হয়ে যাবে৷ সংঘাত-সংঘর্ষ, না সব দলের অংশগ্রহণে নির্বাচন তা অনেকটা স্পষ্ট হয়ে গেছে৷ এখন শুধু প্রধান বিরোধী দল বিএনপির সংবাদ সম্মেলনের অপেক্ষা৷

https://p.dw.com/p/1A2yx
ছবি: DW

বাংলাদেশের গত ৫ বছরের রাজনীতিতে রবিবার ছিল একটি ঘটনাবহুল দিন৷ সকাল থেকেই টান টান উত্তেজনা৷ আর এই উত্তেজনা চলেছে থাকে গভীর রাত পর্যন্ত৷ গভীর রাতেই জানা গেল, সোমবার বিকলে প্রধান বিরোধী দল সংবাদ সম্মেলনে আগামী নির্বাচন নিয়ে তার অবস্থান ব্যাখ্যা করবে৷ জানা গেছে, আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সর্বদলীয় নির্বাচনকালীন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন প্রস্তাব দেবে বিএনপি৷

সভা-সমাবেশ নিষিদ্ধের প্রথম দিন রবিবার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পুলিশ নিয়ন্ত্রিত পেশাজীবী সমাবেশে সাফ বলে দেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবেন না৷ নির্বাচনকালীন সরকারের প্রধানকে হতে হবে নির্দলীয় আর নিরপেক্ষ৷

রাতে গণভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে৷ বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সংবিধান অনুযায়ী এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই৷ আর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেবে৷

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানান, তাঁরা নির্বাচনে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন৷ আপাতত মহাজোটের সঙ্গে থেকেই নির্বাচনের কথা আছে৷ আর পরিস্থিতি অন্যরকম হলে জাতীয় পার্টি আলাদাভাবেও নির্বাচন করতে পারে৷

Kombobild Khaleda Zia und Sheikh Hasina
খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবেন নাছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY

অন্যদিকে রবিবার রাতে বিএনপি'র নেতৃত্বে ১৮ দলীয় জোট নেতাদেরও বৈঠক হয়েছে৷ সেই বৈঠকে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে পক্ষেই অবস্থান নিয়েছেন তারা৷ বৈঠকে তারা ২৫শে অক্টোবরের সমাবেশ যে কোনো মূল্যে সফল করার সিদ্ধান্ত নিয়েছেন৷ তারা সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা মানবেন না৷ বৈঠক শেষে জানানো হয়, ২৫শে অক্টোবরের সমাবেশ বাধা দেয়া হলে লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচী দিয়ে সবকিছু অচল করে দেয়া হবে৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সোমবারের সংবাদ সম্মেলনে তাঁরা সব কিছু পরিষ্কার করবেন৷ এর আগে শনিবার রাতে বিএনপি-র স্থায়ী কমিটির বৈঠকেও প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত হয়েছে৷ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার হিসেবে সর্বদলীয় সরকারের প্রস্তাব দেন৷

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচ এম এরশাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন৷ বিএনপিসহ যারা আসবেন না, তাদের বাদ দিয়েই নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার৷

এইসব নিয়ে এখন চরম উত্তেজনা এবং আলোচনা৷ সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন৷ জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিপপ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে জানান, ‘‘পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সমঝোতার আর কোনো পথ দেখা যাচ্ছেনা৷ বিরোধী দল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মানবে না৷ আর সরকারী দল আওয়ামী লীগ শেখ হাসিনাকেই প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করবে৷ তার মানে হলো দুই দলের অবস্থান দুই মেরুতেই আছে৷ সমঝোতার কোনো পথ এখনো নেই৷ আছে সংঘাত আর সংঘর্ষের আশঙ্কা৷ এখন চূড়ান্ত এই সংকটে শক্তি প্রদর্শনের মহড়া হবে৷ তাতে ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য