1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিম্নকক্ষ রিপাবলিকানদের, উচ্চকক্ষ ডেমোক্রেটদের

৩ নভেম্বর ২০১০

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সেনেটের লাগাম ধরে রাখতে পারল ক্ষমতাসীন ডেমোক্রেটরা৷ তবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একচ্ছত্র প্রাধান্য দেখা যাচ্ছে রিপাবলিকানদের৷

https://p.dw.com/p/Pwr7
Capitol House of Representatives
প্রতিনিধি পরিষদের সভাস্থল ক্যাপিটল হিলছবি: picture alliance/dpa

মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং উচ্চকক্ষ সেনেটের ৩৭টি আসনের নির্বাচনে এক ধরনের ক্ষমতার ভারসাম্য দেখা গেল৷ কারণ একদিকে সেনেটের লাগাম ডেমোক্রেটদের হাতে, অন্যদিকে প্রতিনিধি পরিষদের লাগাম রিপাবলিকানদের হাতে৷ তবে মার্কিন আইনসভায় ডেমোক্রেটদের এতদিনকার একচ্ছত্র আধিপত্য এবার খর্ব হল৷

কংগ্রেস ছাড়াও ৩৭টি রাজ্যের গভর্নর পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ সেখানে রিপাবলিকানদেরই জয়জয়কার৷ এখন পর্যন্ত ২০ জন গভর্নর রিপাবলিকানদের, অন্যদিকে সাত জন গভর্নর ডেমোক্রেটদের৷

ভোট গ্রহণ শেষে দেখা যাচ্ছে যে ভোটাররা মধ্যবর্তী এই নির্বাচনে রিপাবলিকানদের দিকেই ঝুকে পড়েছে৷ তারা ক্রমেই আস্থা হারাচ্ছে ক্ষমতাসীন ডেমোক্রেটদের প্রতি৷ এখন পর্যন্ত নির্বাচনের হিসাবে দেখা যাচ্ছে যে, সেনেটর পদে অন্তত ২৩ টি আসন বাড়াতে সক্ষম হয়েছে রিপাবলিকান দল৷ অন্যদিকে ডেমোক্রেটরা মাত্র ১১টি বাড়াতে পেরেছে৷ তবে তা সত্ত্বেও সেনেটের একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে বারাক ওবামার দল৷ কারণ সেনেটে বর্তমানে ডেমোক্রেট সমর্থক ৪০ জন সেনেটর রয়েছেন৷ আর রিপাবলিকানদের রয়েছে ২৩ জন৷ ফলে ১০০ আসনের সেনেটে ডেমোক্রেটরা ৫১টিতে থাকলো৷

US Senat
মার্কিন সিনেটের সভাস্থলছবি: picture-alliance/dpa

এদিকে প্রতিনিধি পরিষদের ফলাফলে দেখা যাচ্ছে ডেমোক্রেটদের চেয়ে অনেক এগিয়ে আছে রিপাবলিকানরা৷ এখন পর্যন্ত রিপাবলিকানরা বিজয়ী হয়েছে ২২৪ টি আসনে, অন্যদিকে ডেমোক্রেটরা বিজয়ী হয়েছে মাত্র ১৪৯ টিতে৷ আপাতদৃষ্টিতে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে রিপাবলিকানরা৷

বিশেষজ্ঞরা বলছেন, দুই বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা যে আশার বাণী শুনিয়ে ভোটারদের নজর কেড়েছিলেন তা ইতিমধ্যেই অনেকটা ফিকে হয়ে এসেছে৷ গোটা দেশজুড়ে বেকারত্বের উচ্চহার ও চলমান আর্থিক মন্দার কারণে এবার আগে থেকেই ডেমোক্রেটদের প্রাধান্য খর্ব হওয়ার অনুমান করেছেন পর্যালোচকরা৷ সেনেট এবং প্রতিনিধি পরিষদের নির্বাচনে সেই অনুমান এখন প্রমাণিত হতে যাচ্ছে৷

রিপাবলিকানদের এই উত্থানের পেছনে অনেকটাই অবদান এবার বহুল আলোচিত টি পার্টির৷ এবারের নির্বাচনে টি পার্টির ক্রমাগত ওবামা বিরোধী প্রচারণা বেশ কাজে দিয়েছে বলেই মনে হচ্ছে৷ বিশেষ করে এই প্রচারণায় অন্যতম ভূমিকা রেখেছেন বিগত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী স্যারাহ প্যালিন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম