1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউ ইয়র্কে ব্যর্থ বোমা হামলার কথা স্বীকার করলো শাহজাদ

৫ মে ২০১০

নিউ ইয়র্কে ব্যর্থ গাড়ি বোমা হামলায় গ্রেপ্তারকৃত পাকিস্তানী বংশোদ্ভুত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ বুধবার তাকে আদালতে হাজির করা হতে পারে বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে৷

https://p.dw.com/p/NF6i
ফয়সাল শাহজাদছবি: AP

বোমাটি বিস্ফোরণের চেষ্টা তিনিই করেছিলেন বলে শাহজাদ স্বীকার করেছেন৷ নিউ ইয়র্কের পুলিশ কমিশনার রে কেলি এ তথ্য জানিয়েছেন৷ এছাড়া তালেবান ও আল-কায়েদার শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত পাকিস্তানের একটি অঞ্চলে শাহজাদ প্রশিক্ষণ নিয়েছিল বলেও স্বীকার করেছে৷ প্রশিক্ষণ কীধরনের ছিল এবং কারা এই প্রশিক্ষণ দিয়েছিল এসব বিষয়ে এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ জিজ্ঞাসাবাদে শাহজাদ জানিয়েছে যে, সে একাই কাজটি করতে চেয়েছিল৷ তবে তদন্তকারীরা বলছেন যে, সে পাকিস্তানে পাঁচ মাস ছিল এবং সেখানে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে৷ ঐ সময় কোন গোষ্ঠীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কিনা সে বিষয়টি বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ এছাড়া সিবিএস নিউজের এক খবরে জানানো হয়েছে যে, বুধবার শাহজাদকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হতে পারে৷

Pakistans Aussenminister Shah Mahmood Qureshi
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশীছবি: AP

এদিকে এই ঘটনার পর নিউ ইয়র্কের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ পুলিশ কমিশনার রে কেলি নিজেই বলছেন, ‘‘সন্ত্রাসীদের কাছে নিউ ইয়র্ক হলো অ্যামেরিকা৷ আর তাই তারা আবার আমাদের মারতে চাইতে পারে৷'' ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর থেকে নিউ ইয়র্কে এখন পর্যন্ত ১১ বার এ ধরণের হামলার ঘটনা প্রতিরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কেলি৷

উল্লেখ্য, গত সোমবার দুবাইগামী একটি বিমান থেকে শাহজাদকে গ্রেপ্তার করা হয়৷ এর পরপরই পাকিস্তানে শাহজাদের বেশ কয়েকজন আত্মীয়কেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে৷ শাহজাদের বাবা পাকিস্তান বিমান বাহিনীর একজন প্রাক্তন ভাইস এয়ার মার্শাল৷ গত বছর শাহজাদ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন৷ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলছেন যে, শাহজাদের পরিবারের সদস্যদের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে৷ একটি শিক্ষিত পরিবারে জন্ম নিয়েও শাহজাদ কীভাবে জঙ্গিদের সঙ্গে জড়িয়ে পড়লো সে বিষয়টিও যাচাই করে দেখা হচ্ছে৷

এদিকে পাকিস্তানি তালেবান গোষ্ঠী বোমা হামলার দায় স্বীকার করলেও মার্কিন কর্মকর্তারা এ ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন৷ তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজকে বলেছেন যে, তাঁর বিশ্বাস যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধ নিতে তালেবান জঙ্গিরা এই পরিকল্পনা করে থাকতে পারে৷ তবে পাকিস্তান সেনাবাহিনী এই ঘটনার সাথে তালেবানের জড়িত থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক