1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নিউরোসিস থেকে আরোগ্য লাভ সম্ভব’

২০ মে ২০১১

নিউরোসিস বা স্নায়বিক জটিলতাই চতুর্থ প্রধান কারণ যার ফলে অনেককেই কাজের অযোগ্য বলে বিবেচনা করা হয়৷ তবে এবার বিজ্ঞানীরা বলছেন, নিউরোসিস থেকেও আরোগ্য সম্ভব৷

https://p.dw.com/p/11K75
মানসিক অবস্থার ত্রুটি বা বিভ্রাটই চিকিৎসা শাস্ত্রের ভাষায় নিউরোসিসছবি: DW

একজন মানুষ হঠাৎ ভয় পেল৷ অথচ সে জানে না তার ভয়ের কারণ৷ কিংবা একজন সুস্থ ব্যক্তি মনে করছে কিছুক্ষণের মধ্যেই হয়তো তার হৃদপিণ্ড থেমে যাবে৷ এমন অস্বাভাবিক ভয়সূচক অবস্থাকেই স্নায়ুবৈকল্য বা উদ্বায়ু বলে আখ্যায়িত করা হয়৷ তবে বর্তমানে এটিকে আর এমন নেতিবাচক শব্দে ডাকা হয় না৷ বরং এমন অবস্থার শিকার ব্যক্তিদের আরোগ্য লাভে সহযোগিতা করতেই এটাকে এখন ‘সাধারণ উদ্বেগ জনিত মানসিক অবস্থা' কিংবা ‘আতঙ্ক জনিত সমস্যা' বলে অভিহিত করা হচ্ছে৷ তবে যে নামেই ডাকা হোক না কেন তা মূলত মানসিক অবস্থার ত্রুটি বা বিভ্রাট৷ চিকিৎসা শাস্ত্রের ভাষায় এর নাম নিউরোসিস৷

আরোগ্য লাভের ক্ষেত্রে সাফল্য নির্ভর করে নিউরোসিসের ধরণ এবং তা কতোদিন ধরে বিদ্যমান তার উপর
ছবি: picture alliance/dpa

বিভিন্ন উপায়ে ঘটতে পারে এমন অবস্থার বহিঃপ্রকাশ৷ কেউ কেউ ভাবতে থাকেন, তার গলায় হয়তো একটা ফোলা অংশ বা দলা তৈরি হয়েছে৷ কাউকে দেখা যায়, কোন কারণ ছাড়াই দুঃখ ভারাক্রান্ত৷ আবার কারো ক্ষেত্রে মাঝেমাঝেই দেখা যেতে পারে অকারণ ভয় বা উদ্বেগ৷ চিকিৎসা বিজ্ঞানীদের মতে, নিউরোসিস এর কারণ হতে পারে সাধারণত প্রত্যাশা এবং প্রাপ্তির অমিল কিংবা সুপ্ত বাসনা দীর্ঘদিন চেপে রাখা৷ এছাড়া জীবনের কোন পর্যায়ে বড় ধরণের আঘাত পাওয়ার পর তা সহ্য করতে না পারার কারণে পরে সেই ব্যক্তি স্নায়ুগত বিশৃঙ্খলায় ভুগতে পারে৷ আর এর ফলে ক্ষতি হয়৷ এমনকি এই কারণে প্রতি তিন জনে একজনকে নির্দিষ্ট সময়ের আগেই অবসরে পাঠানো হয়৷ আশার কথা হলো, মনোবিজ্ঞানীরা বলছেন যে এই মানসিক জটিলতা থেকে আরোগ্য লাভ সম্ভব৷ তবে আরোগ্য লাভের ক্ষেত্রে সাফল্য নির্ভর করে নিউরোসিসের ধরণ এবং তা কতোদিন ধরে বিদ্যমান তার উপর৷

জার্মান মানসিক স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক পরিষদের নির্বাহী পরিষদের সদস্য জাবিনে সি হ্যারপ্যার্তস বলেন, ‘‘মানসিক উদ্বেগ ও উত্তেজনা জনিত জটিলতার ক্ষেত্রে আরোগ্য লাভের সম্ভাবনা বেশ জোরালো বলেই দেখা যাচ্ছে৷'' অবশ্য, এমন জটিলতা ধরা পড়ার পরও দীর্ঘদিন চিকিৎসা করা না হলে আরোগ্য লাভের সম্ভাবনা কমে আসে বলেও উল্লেখ করেন তিনি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক