1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নিউজিল্যান্ড ওয়ার্ল্ড ম্যাপে আছে নাকি?'

৯ মে ২০১৮

মানচিত্র থেকে আস্ত একটা দেশ উধাও? হ্যাঁ, দেশটির নাম নিউজিল্যান্ড৷ এমনই এক ভিডিও এখন সারা বিশ্বে ভাইরাল৷

https://p.dw.com/p/2xP0Q
ছবি: Imago/Xinhua

স্মিথসোনিয়ান ইনস্টিউট কিংবা নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের চিড়িয়াখানা থেকে শুরু করে আইকিয়া ও স্টারবাকস অবধি বহু প্রতিষ্ঠান নাকি তাদের বিশ্বের মানচিত্রে নিউজিল্যান্ডকে পুরোপুরি বাদ দিয়ে গেছে৷

শুধু তাই নয়, রেডিট-এ নাকি ‘নিউজিল্যান্ড বাদ দিয়ে মানচিত্র' সম্পর্কে একটি আস্ত থ্রেড আছে, যেখানে বিশ্বের এমন সব মানচিত্র আর স্যাটেলাইট ইমেজ দেখানো হয়, যেগুলোতে নিউজিল্যান্ড কোনো অজ্ঞাত কারণে বাদ পড়েছে৷

ওয়ার্ল্ড ম্যাপের একেবারে ডানদিকে ও তলার দিকে পঞ্চম মহাদেশ অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যদি আরো পুবে ও আরো দক্ষিণে যেতে হয়, তাহলে ম্যাপ ছাড়িয়ে, গোলার্ধ ছেড়ে, মধ্যযুগের চাকতির আকারের পৃথিবীটাকে পিছনে ফেলে মহাশূন্যে পড়ে যেতে হয়!

দৃশ্যত কার্টোগ্রাফারদের ঠিক সেই সমস্যাটাই হয়: মার্কেটর প্রোজেকশন করে পৃথিবীটাকে কমলালেবুর মতো খুলে সাজাতে গিয়ে নিউজিল্যান্ডের জন্য আর জায়গা বাকি থাকে না৷ ৪৬ লাখ মানুষ আর তিন কোটি ভেড়ার দেশটি বিশ্বের মানচিত্র থেকে বাদ গেলে এক ‘কিউয়ি' আর লর্ড অফ দ্য রিংস-এর ফ্যানরা ছাড়া আর কেউ সেটা খেয়াল করবেন কি?

কিউয়িরা খুব ভালোই খেয়াল করেছেন:নিউজিল্যান্ডের পর্যটন বিভাগ গত সপ্তাহে একটি ভিডিও বাজারে ছেড়েছে, যাতে কিউয়ি কমেডিয়ান রিস ডার্বি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্নকে টেলিফোন করে বলছেন, তিনি বিশ্বের মানচিত্র থেকে নিউজিল্যান্ডকে বাদ দেওয়ার এই ‘ষড়যন্ত্রের' পিছনে কে বা কারা আছে, সেটা খুঁজে বের করবেন৷

শেষমেষ রিস ডার্বির সন্দেহ গিয়ে পড়ে অস্ট্রেলিয়ার ওপর, কেননা তারাই সম্ভবত নিউজিল্যান্ডের টুরিস্ট ভাগানোর জন্য এই চাল চেলেছে৷ আবার ফরাসিরাও তা করে থাকতে পারে, কারণ, নিউজিল্যান্ডের ওয়াইন বাজারে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে৷ আর ইংল্যান্ডই বা বাদ যাবে কেন? রাগবিতে নিউজিল্যান্ডের অল ব্ল্যাকসদের বাদ দিতে পারলে ইংল্যান্ডের পোয়াবারো৷

গত পহেলা মে ভিডিওটি ইউটিউবে ছেড়েছিল দ্য গার্ডিয়ান৷ এ পর্যন্ত ১৯ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি৷ আরো অনেক সংবাদমাধ্যমই লুফে নিয়েছে এই ভিডিও৷ ফলে বিশ্ব জুড়েই ভাইরাল হয়ে গেছে নিউজিল্যান্ডের মানচিত্র থেকে উধাও হয়ে যাওয়ার এই ভিডিও৷

কে যেন বলছিলেন,  নিউজিল্যান্ড যাবেন? সাউথ আইল্যান্ডে? খেয়াল করে নামবেন কিন্তু – পরের স্টেশনই আবার দক্ষিণ মেরু কিনা৷

এসি/এসিবি