1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ডকে বাংলাদেশের ঐতিহাসিক ধবল ধোলাই

১৭ অক্টোবর ২০১০

শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশ অর্থাৎ বাংলায় যাকে বলে ধবল ধোলাই করেই ছাড়লো বাংলাদেশ নিউজিল্যান্ডকে৷ আর এর মধ্যে দিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ৷ পঞ্চম ও শেষ একদিনের খেলায় ৩ রানে কিউইদের হারিয়েছে বাংলাদেশ৷

https://p.dw.com/p/PgFM
Bangladesh, cricket, Dhaka, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ধবল ধোলাই
ফাইল ছবিছবি: AP

ঢাকার শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার প্রথম ব্যাট করে বাংলাদেশ৷ কিন্তু পুরো পঞ্চাশ ওভারও ব্যাট করতে পারেনি৷ ৪৪ ওভার ২ বলে, সব উইকেট হারিয়ে করে ১৭৪ রান৷ জয়ের জন্যে নিউজিল্যান্ড, বাংলাদেশের বেঁধে দেওয়া ১৭৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে৷ ৪৯ ওভার ৩ বলে নিউজিল্যান্ড বোল্ড আউট হয়৷ তাদের ইনিংস গুটিয়ে যায় ১৭১ রানে৷

উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের রুবেল হোসেন একাই চারটি উইকেট নেন৷ এই ফাস্ট বোলার ৯.৩ ওভারে চারটি উইকেট নেন৷ করেন ২৫ রান৷ এক উইকেট হাতে নিয়ে শেষ ওভারে নিউজিল্যান্ডের যখন আট রান দরকার তখনই রুবেলের হাতে বোল্ড আউট হন নিউজিল্যান্ডের মিলস৷ এর আগে রুবেল প্রথম তিনটি ওভারে নেন তিন উইকেট৷

এই জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ ৪-০ ব্যবধানে হারালো নিউজিল্যান্ডকে৷ আর এর মধ্যে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র ব়্যাঙ্কিং-এ অষ্টম স্থানে উঠলো বাংলাদেশ৷ এর আগে বাংলাদেশ ছিল নবম স্থানে৷ আইসিসি-র ব়্যাঙ্কিং-এ ওয়েস্ট ইন্ডিজও রয়েছে অষ্টম স্থানে৷

এর আগে টেস্ট খেলছে যে দেশগুলো সেগুলোর মধ্যে, স্বল্প শক্তির ওয়েস্ট ইন্ডিজকে ২০০৯ সালে হোয়াইট ওয়াশ বা ধবল ধোলাই করেছিল বাংলাদেশ৷ এদিকে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি মাঠে মিষ্টিও পাঠান৷ খেলা শেষ হবার পরে গণভবন থেকে মোবাইল ফোনে প্রধানমন্ত্রী কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে৷ এই সময় তিনি সাকিবসহ সব খেলোয়াড়কে অভিনন্দন জানান৷ এই জয়ে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশ ক্রিকেটকে আরো এগিয়ে নিতে হবে৷''

বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন৷ তিনি এই জয়কে ঐতিহাসিক ও অবিস্মরণীয় বলে অভিহিত করেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য