1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নাসডাক’ স্টক এক্সচেঞ্জ-এর ঘন্টা বাজালেন খান-কাজল জুটি

Debarati Guha২ ফেব্রুয়ারি ২০১০

বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ ‘নাসডাক'-এর ঘন্টা বাজানো যাঁর-তাঁর কাজ নয়৷ সাধারণত, বড়-বড় কোম্পানির, তাবড়-তাবড় সিইও বা ম্যানেজাররাই এই ঘন্টা নাড়ানোর সম্মান পান৷ কিন্তু সোমবার সেই সম্মান পেলেন কিং খান আর কাজল৷

https://p.dw.com/p/LpIJ
শাহরুখ-কাজল-করণ – সাফল্যের চাবিকাঠিছবি: UNI

বলিউড অভিনেতা শাহরুখ খান আর তাঁর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' এবং ‘কাভি খুশি কাভি গাম' ছবির নায়িকা কাজল গিয়েছিলেন নিউইয়র্কে৷ আপাতদৃষ্টিতে উদ্দেশ্য ছিল একটাই - ‘মাই নেম ইস খান' ছবির প্রোমোট করা৷ করণ জোহর পরিচালিত এই ছবিতে, প্রায় আট বছর পর আবারো পর্দার সামনে আসতে চলেছেন শাহরুখ-কাজল জুটি৷

বলাই বাহুল্য, সেই অবসরে ৩,৭০০টি কোম্পানির তালিকা-সমৃদ্ধ স্টক-মার্কেট ‘নাসডাক'-এর ঘন্টা বাজানোর সুযোগটাও কাজে লাগালেন তাঁরা৷ ‘টাইমস স্কোয়েরে'-এর বিখ্যাত সেই বিল্ডিং-এর পথে যেতে যেতেই নিজের ‘ট্যুইটার অ্যাকাউন্ট' থেকে কিং খান লিখলেন, ‘‘নাসডাক'-এ বেশ মজা হবে৷ আর আশা করি আমি ঠিক সময় পৌঁছোব৷ তা না হলে, বিশ্ব অর্থনীতির মন্দার জন্যও দোষ বরতাবে আমার ওপর৷'

নাহ, ঠিক সময় পৌঁছেছিলেন শাহরুখ-কাজল জুটি৷ শুধু তাই নয়, ঘন্টা বাজিয়ে সপ্তাহের প্রথম বাণিজ্য দিবসের ঘোষণা করে তারাই হয়ে উঠলেন প্রথম ভারতীয়, যাঁরা এহেন এক সম্মান পেলেন৷

সে যাই হোক, পরে ‘জে ডব্লিউ ম্যারিওট' হোটেলে ‘মাই নেম ইস খান'-এর প্রচার অনুষ্ঠানে আবারো একসঙ্গে দেখা গেল শাহরুখ, কাজল এবং করণ জোহর'কে৷ খান বলেন, ‘এটি একটি খুব সুন্দর লাভ স্টোরি'৷ আর করণ জানালেন, গল্পটা মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে জন্ম নেওয়া রেজওয়ান খানকে ঘিরে৷ রেজওয়ান ‘এসপারগার সিনড্রোমে' ভোগে যা এক ধরণের ওটিজাম্৷ পরে যুক্তরাষ্ট্রের ‘সান ফ্রান্সিসকো' শহরে একটি হিন্দু মেয়ে মন্দিরাকে বিয়ে করে রেজওয়ান৷ কিন্তু ৯/১১ -এর পর, ‘লস এঞ্জেলস'-এর আন্তর্জাতিক বিমানবন্দরে শুধুমাত্র পদবির কারণে তাকে সন্দেহভাজনের তালিকায় ফেলে কর্তৃপক্ষ৷ শুরু হয় আসল গল্প...

চলতি মাসের ১২ তারিখ মুক্তি পাবে ‘মাই নেম ইস খান'৷

প্রতিবেদক : দেবারতি গুহ, সম্পাদনা : সঞ্জীব বর্মন