1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীদের জন্য ‘প্রিজন ভ্যান’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ মার্চ ২০১৪

যৌন হয়রানি রোধে নারী বন্দিদের জন্য আলাদা ‘প্রিজন ভ্যানে’-এর নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ বলেছে, এ ব্যবস্থা স্থায়ী করার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তার জবাব দিতে হবে সরকারকে৷ এর জন্য অবশ্য অনেক আগেই আবেদন জানানো হয়৷

https://p.dw.com/p/1BMyC
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

বাংলাদেশে প্রিজন ভ্যানে পুরুষদের সঙ্গেই নারী বন্দিদের বহন করা হয়৷ আর তাতে বন্দি নারীরা যৌন হয়রানির শিকার হন৷ এমনকি একই ভ্যানে নারীদের আলাদা কোনো বসার জায়গা নেই৷ এ খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর, নারী বন্দিদের পৃথক প্রিজন ভ্যানের জন্য হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল৷

সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানির পর নারী বন্দিদের জন্য আলাদা প্রিজন ভ্যানের নির্দেশ দেন৷ এ ব্যাপারে কেন স্থায়ী নির্দেশ দেয়া হবে না – তা জানতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও কারা মহাপরিদর্শককে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়৷ রিটে বলা হয়, একই প্রিজন ভ্যানে আদালতে যাতায়াতের সময় পুরুষ বন্দিরা নারী বন্দিদের কটূক্তি করেন, অশোভন আগ্রহ প্রকাশ করেন৷ কখনো গায়ের ওপর হেলেও পড়েন৷ এক্ষেত্রে প্রতিবাদ করে কোনো লাভ হয় না৷ কারণ, পুলিশ সদস্যরা দেখেও যেন দেখেন না৷

মানবাধিকার নেত্রী এবং জেল ভিজিটর অ্যাডভোকেট এলিনা খান ডয়চে ভেলেকে বলেন, তারা অনেকদিন ধরেই প্রিজন ভ্যানে নারী বন্দিদের যৌন হয়রানির বিষয়ে কাজ করছেন৷ এ সব যৌন হয়রানির সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করে তারা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগও করেছেন৷ কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি৷ অথচ তারা দু'বছর আগেই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নারী বন্দিদের জন্য আলাদা প্রিজন ভ্যানের জন্য আবেদন জানিয়েছিলেন৷

এলিনা খান জানান, প্রিজন ভ্যানের পেছনের দিকে নারী বন্দিদের রাখা হয়, যে জায়গা আলাদা করা নেই৷ আবার সেখানেই পুলিশ সদস্যরা অবস্থান নেন৷ অধিকাংশ সময়ই এক নারকীয় অবস্থার সৃষ্টি হয়৷ এমনকি তাঁদের দাঁড়াবার মতোও জায়গা থাকে না৷ এর ফলে তাঁদের ওপর যৌন হয়রানি যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে৷ এলিনা খানের কথায়, এই প্রিজন ভ্যানের দায়িত্ব কারা কর্তৃপক্ষের নয়, পুলিশের৷ নারী বন্দিদের জন্য আলাদা প্রিজন ভ্যানের ব্যবস্থা করা কঠিন কোনো কাজ নয় বলে তিনি জানান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য