1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীদের হাতেই থাকবে আগামী দিনের ক্ষমতা

১৮ অক্টোবর ২০১০

আগামী চল্লিশ বছর এত বেশি নারী ক্ষমতায় আসীন হবেন যা হবে নজিরবিহীন৷ পশ্চিমা বিশ্বে বাড়বে মুসলমানদের অভিবাসন৷ আর শ্রমিকরা বেরিয়ে আসবে শৃঙ্খলবদ্ধ অবস্থা থেকে৷ সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এরকম ভবিষ্যদ্বাণীই করা হয়েছে৷

https://p.dw.com/p/Ph08
নারীদের হাতেই থাকবে আগামী দিনের ক্ষমতাছবি: Nelly Ezzat

টফলার অ্যাসোসিয়েটস নামের একটি প্রতিষ্ঠান এই প্রতিবেদনটি প্রকাশ করেছে৷ ১৯৭০ এর দশকের ব্লকবাস্টার গ্রন্থ ‘ফিউচার শক'এর লেখক অ্যালভিন টফলার গড়ে তুলেছেন এই সংস্থাটি৷ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, দক্ষিণ অ্যামেরিকায় দেখা দেবে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি৷ অন্যদিকে ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্ত্বা নিয়ে সংঘাত দেখা দেবে মধ্যপ্রাচ্যে৷

‘ফিউচার শক' গ্রন্থের ৪০ বছর পূর্তিতে আগামী ৪০ বছরের জন্য এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে৷ এই গ্রন্থে লেখক অ্যালভিন টফলার সত্তর দশকের বিশ্লেষণ করে ভবিষ্যতে কি ঘটতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন৷ সেসময় তিনি পূর্বাভাস দিয়েছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এত দ্রুত হবে যে, অনেক মানুষকেই নিত্যনতুন এইসব প্রযুক্তির সঙ্গে তালমিলিয়ে চলতে হিমশিম খেতে হবে৷ তাঁর বেশ কিছু পূর্বাভাস সত্যি হয়েছে৷ যেমন, আজকের দিনে মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে সংবাদ৷ সমকামীরা বিয়ে করছে এবং পরিবার গড়ে তুলছে৷ সহিংসতা ও পরিবেশগত বিপর্যয় বাড়ছে, যার পরিণতি ভয়াবহ আকার ধারণ করছে৷

তাই টফলার অ্যাসোসিয়েটস'র আগামী চল্লিশ বছরের জন্য নতুন এই ভবিষ্যদ্বাণীকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হতে পারে, যেখানে বলা হয়েছে, দ্রুত ও সস্তায় পণ্য পরিবহণের চাহিদা বেড়ে যাওয়ায় মহাদেশীয় জাহাজগুলোর আকার আরও বড় হবে এবং সুয়েজ ও পানামা খালের উন্নতিসাধন করা হবে৷

উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট ও স্বল্প খরচে ভিডিও কনফারেন্সিং এর সুবিধা হওয়ায় কাজের জন্য অফিসকর্মীদের আর অফিসে ছুটতে হবেনা৷ কর্মক্ষেত্রের ছোট্ট কামরা থেকে বেরিয়ে এসে পৃথিবীর যেকোনো জায়গা থেকেই অনায়াসে কাজ করতে পারবে তারা৷

চীনের তৈরি করা সতেরোটি জিনিসের জন্য সম্ভবত দেশটির উপর নির্ভর করবে যুক্তরাষ্ট্র৷ বিশ্বের দক্ষিণাঞ্চলে দ্রুত গতিতে বাড়বে খ্রিস্টান সম্প্রদায়৷ অন্যদিকে পশ্চিমা বিশ্বে মুসলমানদের উপস্থিতি জণসাধারণের আচার-আচরণ ও রাজনীতিতে প্রভাব ফেলবে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক