1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নান আদার দ্যান' মিস্টার ট্রাম্প!

১২ জুলাই ২০১৯

মানব শরীরে কিডনির অবস্থান কোথায়? কিডনি কি হৃদপিণ্ডে থাকে? নাকি হৃদপিণ্ডে কিডনি? কিডনিই কি তবে হৃদপিণ্ড? নাকি হৃদপিণ্ডই কিডনি--এমন অদ্ভুতুড়ে প্রশ্নের উত্তর একজনের কাছেই আছে৷ আর তিনি 'নান আদার দ্যান' মিস্টার ট্রাম্প৷

https://p.dw.com/p/3Lzsv
USA Rede Trump zu Nationalität bei Volkszählung
ছবি: Reuters/C. Barria

ঠিকই ধরেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কথাই বলছি৷ না বলে উপায় কি? কাণ্ডটা তো তিনিই ঘটিয়েছেন৷ তাঁর কথায় কুঁচাকনো ভ্রু কপাল ছেড়ে মাথায় উঠার যোগাড়!

মার্কিন প্রেসিডেন্টর উদ্ভট মন্তব্যের নতুন সংযোজন হচ্ছে, কিডনির জায়গা হৃদপিণ্ডে৷

কিডনি বিষয়ক স্বাস্থ্য সচেতনতা নিয়ে খুব গুরুত্বের সঙ্গে কাজ করছে ট্রাম্প প্রশাসন৷ বুধবার এ নিয়ে এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প৷ সেদিন নিজের বক্তব্যে ট্রাম্প বলেন, ‘হৃদপিণ্ডের বিশেষ জায়গায় আছে কিডনি।'

 

ভিডিওটি ইন্টারনেটে ছাড়া হলে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা৷ উদ্ভট মন্তব্যের জন্য জগৎজোড়া খ্যাতি তো আছে তাঁর৷ কিডনি নিয়ে এমন মন্তব্য, তা আরেকটু উস্কে দিল৷ গণমাধ্যমের অনলাইন সংস্করন, ফেসবুক, ট্যুইটার, ইউটিউব-সবখানেই বেশ জোরের সঙ্গেই ট্রাম্পের মন্তব্য উপভোগ করছেন লাখো মানুষ৷

এমন হাস্যরসাত্মক মন্তব্যের পরেও কেউ কেউ ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন৷ তাঁদের দাবি, এ কথা দিয়ে কিডনির গুরুত্ব বোঝাতে চেয়েছেন ট্রাম্প৷ তিনি বোঝাতে চেয়েছেন, কিডনির গুরুত্ব সবাই হৃদয় দিয়ে অনুভব করে।

টিএম/কেএম (গার্ডিয়ান, ইন্ডিয়া টুডে, ইনডিপেনডেন্ট)