1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন শিক্ষায় শিক্ষিত হবে পাকিস্তানি ক্রিকেটাররা

২১ এপ্রিল ২০১১

পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন একট প্রকল্প হাতে নিয়েছে৷ কীভাবে দুর্নীতি থেকে খেলোয়াড়দের দূরে রাখা যায়, তাই শেখানো হবে এই প্রকল্পে৷ ক্রির্কেট বোর্ডের সদস্য ছাড়াও খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে৷

https://p.dw.com/p/111su
পাকিস্তানি খেলোয়াড়ছবি: AP

খেলার মাঠে বা কোন টুর্নামেন্টে কীভাবে দুর্নীতি থেকে নিজেদের মুক্ত রাখতে হবে, কীভাবে সবার সঙ্গে ভালভাবে কথা বলতে হবে তাই শেখানো হবে এই প্রকল্পে৷ প্রকল্পের প্রধান সাবেক টেস্ট ক্যাপ্টেন ওয়াসিম বারি৷ বার্তাসংস্থা রয়টার্সকে তিনি জানান, ‘‘আমরা বিভিন্ন ধরণের লেকচারের ব্যবস্থা করেছি৷ কোচরাও এই কোর্সে অংশগ্রহণ করছেন৷ এছাড়া অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড়দেরও আমরা কোর্স করাচ্ছি৷ যারা প্রথম শ্রেণীর ক্রিকেটার তাদের এই কোর্স করা জরুরি বলে আমি মনে করি৷''

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিধি-নিষেধ, নিয়ম কানুন জানানো হচ্ছে এই কোর্সের মাধ্যমে৷ ড্রেসিং রুমে অন্যের প্রতি আচরণ, অপরপক্ষের দলের সঙ্গে আমায়িকভাবে কথা বলা, সম্মান দেখানো – এসবই বিশদভাবে জানানো হচ্ছে৷ আইসিসির কোড উর্দু ভাষায় অনুবাদ করা হয়েছে যাতে খুব সহজেই অংশগ্রহণকারীরা তা বুঝতে পারে৷ এছাড়া প্রকল্পে থাকছে প্রশ্নোত্তর পর্ব৷

বলা প্রয়োজন, দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় পাকিস্তানের তিনজন খেলোয়াড়কে ক্রিকেট অঙ্গন থেকে পাঁচ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে৷ তবে এই তিনজন এই প্রকল্পের মধ্যে নেই, তাদের রাখা হয়নি৷ এরা হলেন সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক