1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নগ্ন ভিডিও নিয়ে বিপাকে ইন্দোনেশিয়ার তিন তারকা ও সহযোগীরা

৫ জুলাই ২০১০

নগ্ন ভিডিও প্রকাশ করতে গিয়ে ফেঁসে গেলেন ইন্দোনেশিয়ার তিন তারকা এবং তাঁদের সহযোগীরা৷ দেশটির গোয়েন্দা দপ্তরের খবর, সন্দেহভাজন মোট আট জনের বিরুদ্ধে গঠন করা হচ্ছে অভিযোগপত্র৷

https://p.dw.com/p/OAzJ
নগ্নকার বিরুদ্ধে সোচ্চার মুসলমান অধ্যুষিত ইন্দোনেশিয়াছবি: picture alliance/dpa

ঘটনার পরপরই আটক করা হয় রক তারকা নাজরিল অ্যারিয়েলকে৷ স্থানীয় পপ ব্যান্ড ‘পিটারপ্যান' এর শিল্পী তিনি৷ পুলিশের হেফাজতে রয়েছেন ২৮ বছর বয়সি অ্যারিয়েল৷ তবে বেঁচে গেছেন অপর দুই মডেল ২৬ বছর বয়সি লুনা মায়া এবং ৩২ বছরের কাট টারি৷

অশ্লীল ভিডিও প্রকাশের সাথেই সাথেই নড়েচড়ে ওঠে ইন্দোনেশিয়ার সরকার৷ এর বিরুদ্ধে সোচ্চার হয় মুসলিম অধ্যুষিত দেশটির সুশীল সমাজ৷ দাবি ওঠে ইন্টারনেট যোগাযোগ নিয়ন্ত্রণেরও৷ ঘটনার তদন্ত চলছে পুরোদমে৷ গোয়েন্দা প্রধান ইটো সুমারদি জানান, আটজন সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে৷ তবে এর সংখ্যা আরো বাড়তে পারে৷

অবশ্য এসব সন্দেহভাজনদের নাম প্রকাশ করেননি সুমারদি৷ এছাড়া মায়া এবং টারি এই আটজনের মধ্যে নেই – এমনটিই বললেন সুমারদি৷ তিনি বলেন, অবৈধ উপকরণ বিতরণের দায়ে ইলেক্ট্রনিক তথ্য সরবরাহ আইনের আওতায় অভিযুক্ত হতে পারে এই আটজন৷ আর সেক্ষেত্রে তাদের ছয় বছরের কারাদণ্ড এবং এক বিলিয়ন রুপিয়াহ জরিমানা হতে পারে৷ ডলারে এই জরিমানার পরিমাণ এক লাখ দশ হাজার৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ