1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নক্কু বাবু’র সংগ্রহশালা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৯ অক্টোবর ২০১৮

সুশীল কুমার চট্টোপাধ্যায় সবার কাছে পরিচিত নক্কু বাবু নামে৷ অনেকেই আসেন তাঁর সংগ্রহশালা দেখতে৷

https://p.dw.com/p/37IVy

বয়স ৯৩৷ উত্তর কলকাতার বাসিন্দা৷ মানুষ তাঁর দরজায় আসেন তাঁর সংগ্রহ দেখতে৷ এই সংগ্রহ শুরু হয়েছিল নুড়ি পাথর দিয়ে, পরবর্তী সময়ে সেটা কখনো লন্ঠন, কখনো কলিং বেল, কখনো ফিল্ম প্রজেক্টার মেশিন৷ আবার কখনো প্রথম বিশ্বযুদ্ধের সময়কার বাইনোকুলার কিংবা ক্যামেরা অথবা ঘড়ি৷ এই সংগ্রহশালা তিনি দিয়ে যেতে চান তাঁর হাতে, যিনি পরম যত্নে আগলে রাখতে সক্ষম হবেন এই দুষ্প্রাপ্য বস্তুসমগ্র৷