ধাঁধার উত্তর | পাঠক ভাবনা | DW | 06.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ধাঁধার উত্তর

আমি আপনাদের একজন নতুন শ্রোতা৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত শিক্ষণীয় অনুষ্ঠান আমি রেকর্ড করে রাখি৷ আপনাদের ওয়েবসাইট দেখে মনে হচ্ছে জ্ঞানের আর এক নতুন জগতে ...

প্রবেশ করলাম৷ এজন্য আপনাদের জন্য রইলো এক রাশ শিশির ভেজা শুভেচ্ছা৷ মুরাদুল বাশার, রংপুর কলেজ, রংপুর, বাংলাদেশ৷

বিদেশি রেডিওতে এতো সুন্দর বাংলা অনুষ্ঠান হয় তা জানতাম না৷ এই সুন্দর এফএম রেডিওর সন্ধান দেবার জন্য কুড়িগ্রামের বন্ধু আবদুল কুদ্দুস মাষ্টারের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ৷ তাঁরই প্রেরণায় এবং তাঁরই উপস্থিতিতে ঈদের পর আমাদের এখানে একটি এফএম ক্লাব গঠন করবো ভাবছি৷ ডয়চে ভেলের অনুষ্ঠান এখানে খুবই ভালো শোনা যায় এবং ভালো লাগছে পুরো অনুষ্ঠান৷ একদিন না শুনলেই খারাপ লাগে৷ সবাই ভালো থাকবেন৷ আবদুল বাকী মণ্ডল ও তিন বন্ধু, ধানশরা, কালিগঞ্জ, লালমনির হাট, বাংলাদেশ৷

অনুষ্ঠান খুব ভালো লাগে প্রতিদিন শুনি৷ না শুনলে কেন যেন ভালো লাগেনা৷ ধন্যবাদ আপনাদের৷ মতামত পাঠাবার জন্য কি অন্য কোন উপায় আছে ? কারণ এসএমএস-এ মতামত পাঠিয়ে উত্তর পাচ্ছিনা৷ সায়মন আহমেদ, কহুয়া সরদার পাড়া, গঙ্গাছড়া, রংপুর, বাংলাদেশ৷

খুলনাতে আমরা এফএম ব্যান্ডে অনুষ্ঠান ভালো শুনতে পাচ্ছিনা৷ খালিদ, খুলনা, বাংলাদেশ৷

আমি নতুন শ্রোতা, ক্লাস টেনে পড়ি৷ আমি জানিনা ধাঁধার উত্তর কোথায় পাঠাতে হয়৷ রেজা, দক্ষিণ সুরমা, সিলেট, বাংলাদেশ৷