1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিতীয় দিন শেষে ইংল্যন্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

২১ মার্চ ২০১০

বাংলাদেশ ও ইংল্যন্ডের মধ্যে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা সফরকারীদের বেশ চেপে ধরেছে৷

https://p.dw.com/p/MYaw
টেস্ট শেষেও কি এমন উত্ফুল্ল থাকবে দর্শক?ছবি: AP

কারণ শেষের দিকের ব্যাটসম্যান স্পিনার নাঈম ইসলাম ও পেসার শফিউল ইসলামের অর্ধ-শতকের সুবাদে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়ায় ৪১৯-এ৷ এরপর ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ইংল্যন্ড তিন উইকেটে করেছে ১৭১ রান৷ উইকেটে আছেন জোনাথন ট্রট ৬৪ রান নিয়ে৷ তিনি ১৮৭ বল খেলে এই রান করেন৷ অন্য অপরাজিত ব্যাটসম্যান ইয়ান বেল করেছেন ৫২ বলে ২৫৷ বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক, সাকিব ও রুবেল৷

৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা নাঈম ইসলাম ১৭২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন৷ অন্যদিকে ৮ রান নিয়ে খেলা শুরু করা শফিউল ইসলাম মাত্র ৫১ বলে ৫৩ রান করেন, যার মধ্যে বাউন্ডারি ছিল ১১টি৷

উল্লেখ্য, টেস্ট ম্যাচের এক ইনিংসে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ৷ ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৮৮ রানই বাংলাদেশের সর্বোচ্চ৷ পরের বছর ফতুল্লায় দ্বিতীয় সর্বোচ্চ ৪২৭ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে৷

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী বছর থেকে আরও নতুন দুটি দল খেলবে৷ রবিবার চেন্নাইয়ে পুনে এবং কোচি নামের নতুন এই দুটি দলের নাম ঘোষণা করা হয়েছে৷ মোট ১২টি দলের মধ্য থেকে বিডিং করে এই দল দুটি বাছাই করা হয়৷

জানা গেছে, ৩৭০ মিলিয়িন মার্কিন ডলারের বিনিময়ে পুনে দলটি কিনে নিয়েছে সাহারা অ্যাডভেঞ্চার স্পোর্টস্ গ্রুপ৷ অন্যদিকে, রঁদেভু স্পোর্টস লিমিটেড ৩৩৩ মিলিয়িন ডলারের বিনিময়ে কিনেছে কোচি দলটি৷ নতুন দুটি দল ঢোকায় আগামী বছর থেকে মোট দশটি দলকে দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়