1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোভাষীর দোটানায় বিপাকে রাহুল গান্ধী

২৩ এপ্রিল ২০১৯

ভারতের কেরালায় একটি প্রচারসভায় নিজের দোভাষীকে নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে৷ তাঁর বক্তৃতা ও দোভাষীর অনুবাদের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/3HFRC
Indien Politiker Rahul Gandhi
ছবি: Ians

ভারতের বহুভাষিকতা মাঝে মাঝে সৃষ্টি করে অদ্ভুত পরিস্থিতি৷ ঠিক যেমনটা হলো মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি সভায়৷

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় বেশির ভাগ মানুষই মালায়ালাম ভাষায় কথা বলেন৷

অল্প ইংরেজি তাঁরা জানলেও রাহুল গান্ধীর ইংরেজি বক্তৃতা বোঝার জন্য তা পর্যাপ্ত নয়৷ ইংরেজির মতো হিন্দিতেও কেরালার মানুষ খুব একটা স্বচ্ছন্দ নন৷

বক্তা ও শ্রোতার মধ্যে ভাষার এই ফারাক কমাতে মঙ্গলবারের এই সভায় দোভাষীর ভূমিকায় উপস্থিত ছিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা পি জে কুরিয়েন৷ কিন্তু বয়সজনিত কারণে কুরিয়েনের রয়েছে শ্রবণের অক্ষমতা৷ ফলে, রাহুলের বক্তৃতা বুঝতে বেশ সমস্যা হচ্ছিল তাঁর৷

দর্শক-শ্রোতাদের মধ্যেও পড়ে যায় হাসির রোল৷ কিন্তু সভায় দোভাষীর ব্যর্থতা সত্ত্বেও রাহুল ধৈর্যের সাথে নিজের বক্তব্য সম্পন্ন করেন৷

এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে৷

এদিকে, কংগ্রেসের রাজনৈতিক প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি'র কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই ভিডিওটি বিদ্রুপের ছলে টুইট করলে তা নিয়ে শুরু হয় আলোচনা৷

একপক্ষ যখন গোয়েলের টুইটের সাথে সুর মিলিয়ে কংগ্রেস'কে কটাক্ষ করায় ব্যস্ত, আরেক পক্ষ তখনই দাঁড়িয়ে যায় রাহুলের পাশে৷

এসবের মাঝে, গোয়েলের টুইটে ভিডিওটি দেখা হয় তিন লক্ষেরও বেশি বার৷ শেয়ার করা হয়েছে ৩০,০০০বার৷ ইউটিউব, টুইটার ও ফেসবুক মিলিয়ে ভিডিওটি দেখা হয়েছে প্রায় দশ লক্ষবারের কাছাকাছি৷

উল্লেখ্য, কেরালার ভায়ানাড় কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন রাহুল গান্ধী৷ ভাষার এমন বিড়ম্বনায় বিপাকে পড়া তিনিই একমাত্র রাজনীতিক নন৷ এর আগে এমন ঘটেছে বিজেপি'র অমিত শাহ এবং রাহুলের মা সোনিয়া গান্ধীর সাথেও৷

এসএস/এসিবি