দৃষ্টিহীন | পাঠক ভাবনা | DW | 28.05.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

দৃষ্টিহীন

ডয়চে ভেলের আয়োজনের শেষ পর্বে অন্ধত্ব ও তার নিবারণকল্পে নতুন মাইক্রোচিপ উদ্ভাবনের কথা জেনে খুবই ভাল লাগল৷ তবে ...

তা আমাদের মত দৃষ্টিহীনের কাছে কবে এসে পোঁছাবে সেই অপেক্ষায় রইলাম৷ লিসা ব্যানার্জী, কলকাতা, ভারত৷

অবশেষে ২৫মে রাতের আসরে কবি নজরুলের বিদ্রোহী কবিতার অংশবিশেষ আবৃতিসহ শবনম মুস্তারীর কণ্ঠে সুন্দর একটি নজরুল গীতি ও শেষে কবির স্মৃতি চারণ করে কিছু কথা খুবই ভাল লাগল৷ প্রিয় ডয়চে ভেলে থেকে প্রিয় কবিকে স্মরণ করে কয়েক মিনিট সময় উপহার দেয়ার জন্য আমার ক্লাবের পক্ষ থেকে প্রিয় DWকে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ৷ আব্দুল কুদ্দুস মাস্টার, শাপলা শর্টওয়েভ এন্ড ডয়চে ভেলে লিসনার্স ক্লাব, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

প্রতিদিনের প্রতিটি অনুষ্ঠানই ভালো লাগছে, তবে গতরাতের আয়োজনে সুদূর বন শহর থেকে ভেসে আসা বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্ম-বার্ষিকীতে কবির রচনা এবং গান

সহযোগে কবির প্রতি ডয়চে ভেলের শ্রদ্ধার্ঘ্য নিবেদন ঘরে বসে শোনা এক অসাধারণ অনুভূতি৷ আয়োজনটির জন্য ডয়চে ভেলের বাংলা বিভাগকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা৷

সুভাষ চক্রবর্তী, , নতুন দিল্লি, ভারত৷

আশা করি আপনারা ডয়েচে ভেলে বাংলা বিভাগের সবাই ভাল আছেন৷ সকালের আসরে পশ্চিমের জানালা আমাদের বেশ ভাল লাগলো৷ এতে আলোচনা করা হয় হাসি নিয়ে৷ হাসি মানুষের মনকে সতেজ করে তোলে, হাসি মানুষের আয়ু বৃদ্ধি করে, বাঁচায় নানা রোগ থেকে৷ হাসির নানা উপকারিতা নিয়ে আলোচনাটি ভীষণ ভীষণ ভাল লাগলো৷ আরো ভাল লেগেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গতকাল রাতের বিশেষ পরিবেশনাও৷ অনেক অনেক ধন্যবাদ এজন্য ডয়েচে ভেলে কে৷ আজ এ পর্যন্তই৷ ভাল থাকবেন সবাই৷ মোঃ সাইফুল ইসলাম, ইয়ূথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার, বগুড়া-৫৮০০ বাংলাদেশ৷

গতকাল ডয়চে ভেলের ওয়েবসাইটে বিশেষ অডিও ক্লিপ এর মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীমের সাক্ষাৎকারটি শুনলাম৷ বেশ ভালো লেগেছে মুসা ইব্রাহীমের কাছ থেকে এভারেস্ট জয়ের দুর্লভ কাহিনী শুনে৷ ডয়চে ভেলের জন্যও একটি নতুন মাত্রা যোগ করলো এবং সেই সাথে ডয়চে ভেলেও এই বাংলাদেশি এভারেস্ট জয়ের নায়কের সাথে ইতিহাসে স্থান করে নিলো৷ মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের পর সর্বপ্রথম মুসার নিজের কণ্ঠে তরতাজা মিডিয়া বার্তাটি শুনলাম আমরা ডয়চে ভেলের কাছ থেকে৷ এটি সত্যি আমাদের জন্য সৌভাগ্য এবং গর্বেরও৷ ডয়চে ভেলের শ্রোতাদের কাছে এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে! শুধুমাত্র ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা৷ প্রাণ খুলে বলতে চাই ডয়চে ভেলে, তুমি সত্যিই শ্রেষ্ঠ৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন, বাড়ি- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷

এ সপ্তাহের সুরের ভুবনে পরিবেশিত গানগুলো থেকে পশ্চিমা সঙ্গীতের একটা আলাদা স্বাদ পেলাম৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

এই বিষয়ে অডিও এবং ভিডিও