1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্বেল দিয়ে সংগীত সৃষ্টি!

৯ ফেব্রুয়ারি ২০১৭

সুইডেনের গ্যোয়টেবর্গ শহরের এই সংগীতশিল্পী কাঠ ও অন্যান্য পদার্থ দিয়ে এক অভিনব ‘স্ট্রিট অর্গান’ তৈরি করছেন, যা ‘ভিন্টার গাটান’ গোষ্ঠীর ‘মার্বেল মেশিন’ গানটি বাজাতে সক্ষম৷

https://p.dw.com/p/2XCx3
Youtube Screenshot Wintergatan
ছবি: Youtube/Wintergatan

গতবছরের পয়লা মার্চ তারিখে ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকে প্রায় তিন কোটি ষাট লাখ বার এই ভিডিও ক্লিপটি দেখা হয়েছে৷ তলার মন্তব্যগুলো দেখলে বোঝা যায়, যারা শুধু গান বোঝেন, তারা তো আনন্দ পেয়েছেনই, যারা সংগীতের প্রযুক্তির দিকটাও বোঝেন, তারাও উচ্ছ্বসিত৷

‘মার্বেল মেশিন', মানে গুলি খেলার মার্বেলের যন্ত্র; এই নামের গান ও যন্ত্র, উভয়ের রচয়িতা ও স্রষ্টা একই ব্যক্তি: মার্টিন মলিন৷ স্ট্রিট অর্গান আর অর্গান গ্রাইন্ডাররা পশ্চিমি সভ্যতার অঙ্গ৷ তাঁত বোনার জাকার্ড কার্ডের পদ্ধতিতে এই স্ট্রিট অর্গানগুলোতে গান বাজানো হতো এবং আজও হয়ে থাকে৷ অর্থাৎ কার্ডের ফুটো অনুযায়ী সুর বাজে৷

মলিন কিন্তু তাঁর মার্বেল মেশিনে বাগাডুলি খেলার গুলির মতো দেখতে ইস্পাতের মার্বেলগুলোকে ওপর থেকে নীচে গড়িয়ে, এদিক থেকে ওদিকে পাঠিয়ে, গর্ত দিয়ে ধাতুর পাতের ওপর ফেলে এক অদ্ভুত ধরনের সুর সৃষ্টি করেছেন, যার একমাত্র তুলনা হয় জলতরঙ্গের সাথে৷ মার্টিনের কাজ হলো শুধু চাকা ঘুরিয়ে যাওয়া, আর রেলের পয়েন্টসম্যানের মতো পয়েন্টসগুলো টেনে গুলিগুলোর যাবার পথ পাল্টে দেওয়া: কেননা গুলিগুলো যেভাবে যাবে, সেভাবেই তো সংগীত তৈরি হবে...৷

সাবাস, মার্টিন!

এসি/এসিবি